• রাতের মেট্রোয় মহিলাদের গায়ে হাত! কুঁদঘাট স্টেশনে নামিয়ে অভিযুক্তকে জুতোপেটা
    প্রতিদিন | ১৫ এপ্রিল ২০২৫
  • নব্যেন্দু হাজরা: মেট্রোর মধ্যে এক মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে! এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে মেট্রোর মধ্যেই ধুন্ধুমার কাণ্ড বাঁধে। অভিযুক্তকে নেতাজি (কুঁদঘাট) স্টেশনে নামিয়ে জুতোপেটা করা হয় বলেও জানা গিয়েছে। এরপর তাঁকে আরপিএফের হাতে তুলে দেন মহিলা যাত্রীরাই! পরে ওই ব্যক্তিকে রিজেন্ট পার্ক থানার হাতে তুলে দেওয়া হয়।

    জানা গিয়েছে, সোমবার রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, রাতের মেট্রোয় ভিড়ের মধ্যেই এক যাত্রী মহিলাদের গায়ে হাত দেন! তাঁকে হাতেনাতে ধরে ফেলেন কয়েকজন যাত্রী। রবীন্দ্র সরোবর স্টেশন ছাড়তেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন ছাড়তেই পরিস্থিতি আরও জটিল হয়।

    মেট্রো কুঁদঘাট স্টেশনে দাঁড়াতেই অভিযুক্ত নেমে পড়েন। তখন তাঁকে পাকড়াও করেন সহযাত্রীরা। মহিলাযাত্রীরা অভিযুক্তকে ধরে মারধর শুরু করেন। পরে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানানো হয়। খবর যায় পুলিশেও।
  • Link to this news (প্রতিদিন)