এই সময়: মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় অশান্তির ঘটনাকে হাতিয়ার করে বঙ্গ বিজেপি রবিবার কিছু ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেও পরে ডিলিট করে দেয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ছবিগুলি ডিলিট করেন।
রাজ্য পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, এই ছবিগুলি ফেক। ভিন রাজ্যের বিভিন্ন অশান্তির ঘটনাকে পশ্চিমবঙ্গের ছবি বলে বিজেপি প্রচার করেছিল বলে অভিযোগ করে তৃণমূলও। এই পরিস্থিতিতে ফেক ছবি পোস্ট করার জন্য বিজেপি নেতৃত্বকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করল জোড়াফুল।
তৃণমূল ভবনে সোমবার দলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘সুকান্ত মজুমদার আপনি পোস্ট ডিলিট করলেন কেন? আপনি নিজেও জানেন ফেক ছবি ছড়াচ্ছিলেন। বিজেপি যে ছবিগুলি ব্যবহার করেছে, তা বিজেপি শাসিত রাজ্যের ছবি।’ ফেক পোস্ট করার অভিযোগে বিভিন্ন থানায় সুকান্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
এই বিষয়ে সুকান্তর প্রতিক্রিয়া পাওয়া না–গেলেও বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘যত খুশি এফআইআর করুক, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পাশে আছে। ছবি–ভিডিয়ো দিয়ে রাজনীতি হয় না।’
দেবাংশুর অবশ্য দাবি করেছেন, মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় অশান্তির সময়ে একটি রহস্যজনক মেসেজ ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও তৃণমূল নেতৃত্ব জানতে পরেছেন। দেবাংশুর কথায়, ‘যে মেসেজটি এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সেখানে ছোট বস এবং বড় বস বলে দু’জনকে অভিহিত করা হচ্ছে। এঁরা কারা আমরা জানি না। এই ছোট বসের নির্দেশে নাকি এই সব হচ্ছে।’
মিরাটের বিজেপি কাউন্সিলারকে জোড়াফুলের বিধায়ক বলেও প্রচার করা হচ্ছে বলে তৃণমূলের অভিযোগ। যদিও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘ইন্টারন্যাশনাল নেতা, এঁদের কথার গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই।’