• নতুন স্কাইওয়াকের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা জানালেন প্রতিজ্ঞা করেছিলাম, দক্ষিণেশ্বরের পর কালীঘাটেও করবই
    আনন্দবাজার | ১৫ এপ্রিল ২০২৫
  • দক্ষিণেশ্বরের সঙ্গে মিলে গেল কালীঘাট। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন কালীঘাট স্কাইওয়াকে। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানান, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরির পরেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন কালীঘাটেও স্কাইওয়াক তৈরি করবেন। সেই প্রতিজ্ঞা পূর্ণ করার তৃপ্তি ধরা পড়েছে মুখ্যমন্ত্রীর বক্তৃতায়। ২০১৮ সালে শুরু হওয়া স্কাইওয়াকের কাজ করোনা সংক্রমণের সময় লকডাউনের কারণে বেশ কয়েকবার থমকে গিয়েছিল। আট বছর অপেক্ষার পর শেষমেশ সেই প্রয়াস সফল হল।

    স্কাইওয়াকটির দৈর্ঘ্য ৪৩৫ মিটার এবং প্রস্থ ১০.৫ মিটার। এসকেলেটার করা হয়েছে দু’টি। লিফট করা হয়েছে তিনটি। সিঁড়ি করা হয়েছে তিনটি। স্কাইওয়াকে প্রবেশের পথটি তৈরি হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং হাজরা রোড থেকে। কালীঘাট স্কাইওয়াক নির্মাণে প্রাথমিক বাজেট ছিল ৭৭ কোটি টাকা। তবে কাজের বিলম্বের কারণে খরচ বৃদ্ধি পেয়ে প্রায় ৯০ কোটি টাকায় পৌঁছেছিল। নতুন এই স্কাইওয়াকটি পুণ্যার্থীদের মন্দিরে পৌঁছোনোর পথ সহজ করবে।

    স্কাইওয়াকের পাশাপাশি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত হকার্স কর্নারের উদ্ধোধনও করেন মুখ্যমন্ত্রী। পয়লা বৈশাখের উপহারস্বরূপ কালীঘাটে আগত পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে নতুন স্কাইওয়াকের দরজা। কালীঘাট মন্দিরও নতুন ভাবে তৈরির পর পুরোপুরি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল। গত কয়েক বছর ধরে মন্দির সংস্কারের কাজ চলছিল। সেই সব কাজ শেষ হল ১৪৩২ বঙ্গাব্দ শুরুর প্রাক্‌ সন্ধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী স্কাইওয়াক পরিদর্শনে যান। পরে প্রতি বছরের মতো বাংলা নববর্ষের আগের দিন কালীঘাট মন্দিরেও পুজো দেন তিনি।
  • Link to this news (আনন্দবাজার)