পয়লা বৈশাখের সকালে কলকাতা থেকে নদিয়ার গেদে পর্যন্ত ইডির অভিযান। বিরাটি, বেকবাগান-সহ আট থেকে ১০ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ এপ্রিল ২৭২ কিলোমিটার দীর্ঘ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (USBRL) প্রকল্পের কাটরা-সাঙ্গলদান লাইনের উদ্বোধন করবেন। তার আগে কাটরা-সাঙ্গলদান লিঙ্কে বন্দে ভারত ট্রেনকে চালিয়ে পরীক্ষা করা হল।
জমি কেলেঙ্কারি মামলায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভঢরাকে ফের তলব করল ইডি। এর আগেও এই মামলায় তাঁকে একবার তলব করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এ বার বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে ভারতে ফিরিয়ে আনতে সিবিআই, ইডি ও বিদেশ মন্ত্রকের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে বেলজিয়াম রওনা হবে। ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন কয়েকজন আইন বিশেষজ্ঞও। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক প্রতারণায় অভিযুক্ত চোকসি। ভারতীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি-র অনুরোধ মেনে মেহুলকে ১২ এপ্রিল গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ।
আজ শুভ নববর্ষ ১৪৩২। আজকের দিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘বাংলা দিবস’-এর শুভেচ্ছা জানিয়েছেন। এক্সে তিনি লিখেছেন, ‘আমি বাংলায় গান গাই...। বাংলা দিবসে সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।’
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকল বাঙালীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এক্সে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এসো, এসো, এসো হে বৈশাখ…। শুভ নববর্ষ ১৪৩২! নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। সবাইকে শুভনন্দন।’ অন্য দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘শুভ নববর্ষ! পয়লা বৈশাখের এই শুভ দিনে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই - আশায়, সম্প্রীতিতে এবং ঐক্যের চেতনায়।’