• তিনতলা সমান উঁচু থেকে সোজা আছড়ে মাটিতে, চড়কের মেলায় ভয়াবহ দুর্ঘটনা
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৫
  • নববর্ষের আগের রাতেই চরম বিপত্তি। চড়ক ভেঙ্গে গাজনের মেলায় ভয়াবহ দুর্ঘটনা। চড়কের খেলায় তিনতলা সমান উঁচু থেকে ছিটকে পড়েন দুই ভক্ত। দু’জনেই গুরুতর আহত। চড়ক সংক্রান্তিতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার খামাড়বেড়িয়া গ্রামে।

    শিবের গাজনে চড়ক সংক্রান্তিতে বিশাল মেলার আয়োজন হয় বাঁকুড়ার ওন্দা থানার খামাড়বেড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরই চড়ক পুজোর পর নিয়ম মেনে হয় চড়ক ঘোরার পর্ব। চড়কই মেলার মূল আকর্ষণ। চড়ক দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। সে সময়ই চড়ক ভেঙ্গে পড়ে ঘটে বিপত্তি। শিবের গাজনে চড়ক সংক্রান্তিতে চড়ক পূজার পর সেই চড়কে পিট ফুঁড়ে দড়ি বেঁধে ভক্তদের ঘোরানো হয়৷ এই প্রথা বহু প্রাচীন।

    প্রতি বছরের মতো এবারও বাঁকুড়ার ওন্দার খামারবেড়িয়া গ্রামে শিবের গাজনে চড়কে ঘোরার পর্ব চলছিল৷ ভক্তদের ঘোরানোর মুহূর্তেই ঘটে দুর্ঘটনা। আচমকা চড়কের উপরে থাকা লিগা চরকি ভেঙে যায়। তার সঙ্গে বাঁধা বাঁশ-সহ ভক্তরা উপর থেকে নীচে মাটিতে আছড়ে পড়েন। উপরে যে ভক্ত ছিলেন তিনি দূরে ছিটকে পড়েন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    দু’জনেই গুরুতর আহত হয়েছেন বলে খবর। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ওন্দার সুপার স্পেশালিটি পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসা করার পর রাতেই ছেড়ে দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)