• পয়লা বৈশাখে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, শহরে হলুদ সতর্কতা জারি করল IMD
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৫
  • পয়লা বৈশাখে কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। বৃষ্টির দোসর হবে বজ্রপাত। মঙ্গলবার শহরে হলুদ সতর্কতা জারি করেছে IMD। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ফলে নববর্ষে জ্বালাপোড়া গরম থেকে কিছুটা হলেও মিলবে রেহাই।

    কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    তবে আগামী কয়েকদিন গরমের হাত থেকে মুক্তি পাওয়ার তেমন কোনও আশা নেই। ১৫ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হলেও ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ভ্যাপসা গরমের পূর্বাভাসই রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভাবে। যদিও কমবে না আর্দ্রতা জনিত অস্বস্তি।

    এ দিকে, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কালিম্পং, আলিপুরদুয়ারেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরেও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে IMD। তবে মঙ্গলবারের পর থেকে ঝড়ের দাপট কমতে শুরু করবে।

  • Link to this news (এই সময়)