সংক্রান্তিতে ঝড়-বৃষ্টি, নববর্ষেও বাংলার রেহাই নেই দুর্যোগ থেকে, টানা বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?...
আজকাল | ১৫ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষ দিনেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, নতুন বছরে স্বস্তি আসবে বাংলায়। বাংলা নববর্ষের প্রথম দিনের দিন কয়েক আগে থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আগামী কয়েকদিনেও হেরফের হবে না।
হাওয়া অফিসের খবর, নতুন বছরের শুরুর দিন থেকে আগামী কয়েকদিন টানা ঝড়-বৃষ্টি চলবে বাংলায়। ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস। বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, সঙ্গে ৩০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া, কালবৈশাখী। উত্তরবঙ্গের আট জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টি হলেও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। তবে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে।
মঙ্গলবার, বছরের প্রথম দিন, খাস কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি।