• এরা কত বজ্জাত, মারা গেছে সেখানেও পার্টির রং ঢোকাচ্ছে,বলছে না যে হিন্দু মারা গেছে
    হিন্দুস্তান টাইমস | ১৫ এপ্রিল ২০২৫
  • সামসেরগঞ্জে সাম্প্রদায়িক হিংসায় মৃত ২ হিন্দুকে নিজেদের দলের সমর্থক বলে দাবি করায় CPIMকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিএমকে সরাসরি দেশদ্রোহী পার্টি বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে হিন্দুদের সিপিএমকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।

    দিলীপবাবু বলেন, ‘এই সিপিএমকে লোকে আজ এই জন্য ঝাড়ু মেরেছে যে এরা কত বজ্জাত, মারা গেছে সেখানেও পার্টির রং ঢোকাচ্ছে। এটা বলছে না যে হিন্দু মারা গেছে। এরা হিন্দুদের বোকা বানিয়েছে। দেশ ভাগকে সমর্থন করেছে কমিউনিস্ট পার্টি। মুসলিম ভোটের জন্য ৩৫ বছর ধরে এই উগ্রপন্থীদের তারাই মদত দিয়েছে। আজ যখন ওরা সিপিএমকে তালাক দিয়ে দিয়েছে। এরা ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছ কিন্তু অভ্যাস পাল্টায়নি। এখনও বলছে না যে হিন্দুদের মারা হয়েছে, পার্টির সদস্য বলা হচ্ছে। ওদের পার্টিই নেই তার সদস্য কী? সোহরাবর্দির সময়ও ওরা সহযোগিতা করেছে। সব সময় এরা হিন্দুদের বিরুদ্ধে। আজও যে কটা হিন্দুর ভোট পায় তাদের ভাবা উচিত এই দেশদ্রোহী কমিউনিস্ট পার্টিকে তারা সমর্থন করবে কি না। এখনও লোককে বিভ্রান্ত করছে। আরজি করের যে আন্দোলন তাকে ওরা বিভ্রান্ত করেছে। আজও ২৬ হাজার চাকরিহারাদের যে আন্দোলন তাদেরও ডান – বাম করে মমতাকে সাহায্য করছে।’

    সামসেরগঞ্জের জাফরাবাদে গত শুক্রবার মৃৎশিল্পী বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে খুন করে দাঙ্গাকারীরা। সোমবার পরিবারটির সঙ্গে দেখা করতে জাফরাবাদে যান সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)