• ভাঙড়ে তুমুল অশান্তির ঘটনায় গ্রেপ্তার ৯, চলছে ব্যাপক ধরপাকড়
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৫
  • সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে আন্দোলন ঘিরে সোমবার তুমুল উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। দিনভর অশান্তি ওই এলাকায়। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। প্রথম থেকেই কড়া হাতে গন্ডগোল রোখার চেষ্টা করেছিল পুলিশ। সোমবারের ঘটনার পরে ধরপাকড় শুরু হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভাঙড়ে অশান্তির ঘটনায় ৯ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    উত্তর কাশীপুর থানার পুলিশ ওই অশান্তির ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে। চন্দনেশ্বর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ১ জন। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবারের অশান্তির ঘটনায় উত্তর কাশীপুর থানার পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল আন্দোলনকারীদের একাংশ৷ ওই এলাকায় একাধিক মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। অশান্তি রুখতে দফায় দফায় লাঠিচার্জ করতে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে। সোমবারের অশান্তির ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে সূত্রের খবর। গতকাল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির ডাকে ওয়াকফ আইনের বিরুদ্ধে হওয়া মিছিলে যোগ দিতে ভাঙড় ও লাগোয়া নানা এলাকা থেকে যাচ্ছিলেন সমর্থকরা। সেই সময়ে তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তার পরেই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সোমবারের অশান্তির ঘটনায় একে-অন্যের উপর দোষ চাপিয়েছে আইএসএফ ও তৃণমূল। সোমবার আন্দোলন ঘিরে অশান্তি শুরু হতেই কড়া হাতে পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। শুভঙ্কর সিনহা এবং রূপেশ কুমার-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীও যায় ঘটকপুকুর এলাকায়। তার পর থেকে ধরপাকড় চালাচ্ছে পুলিশ।

    সোমবার দিনভর অশান্তির জেরে বাসন্তী হাইওয়েতে গাড়ি চলাচলে ব্যাপক সমস্যা হয়েছিল। ভোগান্তি পোহাতে হয়েছে বহু নিত্যযাত্রীকে।

  • Link to this news (এই সময়)