• পয়লা বৈশাখেই তীব্র শ্রমিক বিক্ষোভ, পোলবার সুগন্ধার জয়া বিস্কুট কারখানায় কাজ বন্ধ
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৫
  • শ্রমিক অসন্তোষের জেরে বাংলার নতুন বছরের প্রথম দিনেই কারখানায় বিক্ষোভ। হুগলির পোলবার সুগন্ধা এলাকায় জয়া বিস্কুট কারখানায় স্থায়ী শ্রমিকদের অসন্তোষ। কাজ বন্ধ রেখে মিছিল করে কারখানার গেটে বিক্ষোভ তৃণমূল সমর্থিত শ্রমিক ইউনিয়নের সদস্যদের।

    সূত্রের খবর, স্থায়ী শ্রমিকদের সঙ্গে কাজের চুক্তি শেষ। নতুন চুক্তি না হওয়ার অভিযোগ তুলেছেন শ্রমিকরা। ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানোয় অসন্তোষ তীব্র। গত বছর চুক্তি শেষ হয়ে গেলেও নতুন চু্ক্তি না হওয়ায় তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন বিস্কুট কারখানার স্থায়ী শ্রমিকরা। অভিযোগ, চুক্তি না হওয়ায় তাঁদের বেতনও বাড়ছে না।

    আরও অভিযোগ, শ্রম দপ্তরে এ নিয়ে তিনবার বৈঠকেও মেলেনি রফা সূত্র। মঙ্গলবার সকালে কারখানার ২০০ স্থায়ী শ্রমিক দিল্লি রোড সুগন্ধা মোড় থেকে মিছিল করে কারখানা গেটে যান এবং সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন আইএনটিটিইউসি-র ব্যানারে। কারখানায় ঠিকা শ্রমিকদের সংখ্যা স্থায়ী শ্রমিকদের থেকে অনেক বেশি। তাঁরা কারখানায় কাজ করলেও স্থায়ী শ্রমিকরা কাজে যোগ দেয়নি।

    বিস্কুট কারখানা শ্রমিক নেপাল দাস বলেন,'বার্ষিক ইনক্রিমেন্ট কী হবে,বোনাস,অবসরের বয়স-সহ অনেক দাবি নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ কান দিচ্ছেন না। তাই দাবি না মেটা পর্যন্ত আমরা কাজ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি।'

  • Link to this news (এই সময়)