বাংলা নববর্ষের সকালে গেদেয় চাঞ্চল্য। এলাকার পরিচিত ব্যবসায়ীর বাড়িতে সাত সকালে হাজির কেন্দ্রীয় বাহিনীর চার-পাঁচটি গাড়ি। অত কেন্দ্রীয় বাহিনীকে দেখে চমকে ওঠেন এলাকারলোকজন। এমনই চিত্র ছিল মঙ্গলবার ভোরে নদিয়ার গেদেতে। নদিয়াবাসী পাসপোর্ট ব্যবসায়ীর বাড়িতে নববর্ষের সকালে অভিযানে ইডি।
নতুন বছরের প্রথম দিনেই রাজ্যে সক্রিয় ইডি। কলকাতা থেকে জেলা, ১০ জায়গায় অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলাদেশ থেকে ভারতে ঢুকে ভুয়ো পাসপোর্ট বানিয়ে এ রাজ্যে বসবাসের অভিযোগে এ দিন তল্লাশি অভিযানে নামে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট আধিকারিকদের একটি দল হানা দেয় নদিয়ার গেদে উত্তরপাড়া গ্রামের বাসিন্দা অলোক নাথের বাড়িতে। জানা গিয়েছে, তাঁর ভিসা এবং পাসপোর্ট-এর ব্যবসা রয়েছে। স্থানীয় সূত্রে দাবি, কলকাতায় রুবি হাসপাতালের পাশে পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় তিনি ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত কাজকর্ম করতেন। বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের ভিসা পাইয়ে দিতেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেই সমস্ত তথ্য যাচাইয়েই অলোক নাথের বাড়ি হানা দিয়েছেন ইডি আধিকারিকরা বলে খবর।
বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার গেদে ভৌগোলিক অবস্থানের জন্য আরও গুরুত্বপূর্ণ। অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশে গেদেবাসী ওই ব্যবসায়ীর কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সকালে একসঙ্গে ছয়-সাতটি গাড়ি ওই ব্যবসায়ীর বাড়ির সামনে এসে দাঁড়ায়। দু'টি গাড়িতে ইডি আধিকারিক ছিল বলে জানা গিয়েছে। পরে আরও চার-পাঁচটি গাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। মুহূর্তের মধ্যে বাহিনী বাড়ি ঘিরে ফেললে শুরু হয় তল্লাশি।
অলোক নাথের বাড়ির ভেতরে আধিকারিকরা ঢুকে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ এবং নথি সংগ্রহের কাজ করছেন বলে খবর। বাংলাদেশ থেকে অনেকে ভারতে বৈধ পাসপোর্ট এবং ভিসা ছাড়াই যাতায়াত করে। অনুপ্রবেশ রুখতে কড়া কেন্দ্র। বিপুল টাকার বিনিময়ে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশে সহায়তা করে যারা, সেই চক্র ভাঙতেই এই অভিযান।