আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার, বাংলা ১৪৩২ সালের প্রথম দিন। বছরের এই দিনটিতে পশ্চিমবঙ্গের দুই বিখ্যাত সতীপীঠ তারাপীঠ ও কংকালীতলায় উপচে পড়ল ভক্তের ঢল। ভোর হতেই পুণ্যার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে তারাপীঠ মন্দির। মা তারার আশীর্বাদ প্রার্থনায় সাধারণ মানুষের পাশাপাশি বহু ব্যবসায়ীও উপস্থিত হয়েছেন হালখাতা নিয়ে। বছরের শুরুটা শুভ হোক—এই মনোবাসনা নিয়েই মা তারার কাছে পুজো দিয়ে নতুন খাতা খুলেছেন তাঁরা।
তারাপীঠ মন্দির চত্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে মন্দির কমিটি ও স্থানীয় প্রশাসনের তরফে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাকর্মী ও পুলিশ বাহিনী।
একইভাবে, নববর্ষের দিনে লক্ষাধিক মানুষ ভিড় করেছেন দক্ষিণ বীরভূমের সতীপীঠ কংকালীতলায়। সেখানে চলছে মা কংকালীর বাৎসরিক পুজো ও উৎসব। দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন পরিবারের মঙ্গল কামনায় মা কংকালীর কাছে অর্ঘ্য নিবেদন করতে। বাৎসরিক উৎসবের জেরে কংকালীতলার মন্দির ও আশেপাশের এলাকা ভক্তসমাগমে মুখর হয়ে উঠেছে।
সব মিলিয়ে নববর্ষের সকালে সতীপীঠগুলিতে ভক্তিভাব, প্রার্থনা ও উৎসবের এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল এদিন। বাংলা বছরের শুরুতেই ভক্তরা তারা ও কংকালীর আশীর্বাদে নতুন জীবনের পথে পা রাখলেন।