আজকাল ওয়েবডেস্ক: নববর্ষের দিন হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল এক বাইক চালককে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই বাইক চালক। জানা গিয়েছে, হাওড়ার দিকে আসার সময়ে হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টোদিকে দাঁড়িয়ে থাকা এক বাইক চালককে কার্যত পিষে দেয়। বাইকটি আটকে যায় বাসের নিচে।
বাস চালক নেমে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার বেলায় ঘটনাটি ঘটেছে, হাওড়া আমতা রোডের জগৎবল্লভপুরের মুন্সিরহাট শিবানন্দবাটি এলাকায়। পুলিশ ইতিমধ্যেই বাস চালক ও বাসটিকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুর-হাওড়া রুটের একটি বাস হাওড়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্য প্রান্তে আমতাগামী লেনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা বাইক চালককে সজোরে ধাক্কা মারে। কার্যত বাইক চালকের ওপরে উঠে যায়। গুরুতর আহত বাইক চালককে দ্রুত জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁর অবস্থা আশঙ্কাজনক।