• মাঠে রক্তমাখা পাথরের পাশেই পড়ে যুবকের ক্ষতবিক্ষত দেহ, পয়লা বৈশাখে হাড়হিম কাণ্ড বাগডোগরায় ...
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নববর্ষের দিনেই এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা। সেখানেই পড়ে রয়েছে একটি রক্তমাখা পাথর। তার পাশেই মৃতদেহ রেখে চম্পট দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।

    মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায়। জানা গিয়েছে , আজ সকালে ভুট্টাবাড়ির ফুটবল মাঠের পাশে স্টেজের পেছনে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় নাবালকরা। এরপর ঘটনার খবর চাউর হতেই ভিড় জমান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ। 

    জানা গেছে, মৃতের নাম বিক্রম রাই (৩৫)। ভুট্টাবাড়ির বাসিন্দা ছিলেন তিনি। কর্মসূত্রে বাইরের রাজ্যে থাকতেন বিক্রম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

    কিছুদিন আগেই বাড়ি ফিরেছিলেন বিক্রম। আগামী ১৮ এপ্রিল ফের কাজে যাওয়ার টিকিট ছিল তাঁর। তবে আজ সকালে বিক্রমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থল দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্টেজের পাশে প্রথমে ধারালো কোন বস্তু দিয়ে আঘাত করা হয় বিক্রমকে। এরপর তাঁকে টেনে নিয়ে যাওয়া হয় স্টেজের পিছনে। সেখানেই ভারী বস্তু অথবা পাথর দিয়ে তাঁর মুখ থেঁতলে খুন করা হয়। মৃতদেহের পাশেই এক রক্তমাখা পাথর পাওয়া গেছে। পাশাপাশি বিক্রমের শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। কোনও চেনা-পরিচিতের সঙ্গেই বচসার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান স্থানীয়দের। 
  • Link to this news (আজকাল)