• বিকেলে কালবৈশাখী আসছে, ১২ জেলায় বৃষ্টিরও পূর্বাভাস, জানাল হাওয়া অফিস
    আজ তক | ১৫ এপ্রিল ২০২৫
  • পয়লা বৈশাখের দিন বিকেলটা কি মাটি করে দেবে কালবৈশাখী? হাওয়া অফিসের পূর্বাভাসে রয়েছে আশঙ্কার ইঙ্গিত। মঙ্গলবার অর্থাৎ, বাংলা নববর্ষের দিন, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    হাওয়া অফিস সূত্রে খবর, আজ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

    শুধু তাই নয়, পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে। আবার উত্তরবঙ্গে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়াবিদদের মতে, বর্তমানে রাজস্থান থেকে গাল্ফ অফ মান্নার পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর উপর দিয়ে যাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর ফলেই মঙ্গলবার থেকে আবহাওয়ার এই পরিবর্তন।

    বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তবে স্বস্তির বিষয়, এই বৃষ্টি চলাকালীন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। দুপুরের দিকে যদি রোদ থাকে, তাহলে আবারও ভ্যাপসা গরম অনুভূত হবে।

    অন্যদিকে, ওড়িশা, অসম ও মেঘালয়ের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
     

     
  • Link to this news (আজ তক)