• নববর্ষে শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কয়েকদিন শহর থেকে জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কী আজ, নববর্ষের দিন শহরে ঝড়-বৃষ্টি হবে? এই প্রশ্নই ঘুরছে আমজনতার মনে। সেই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, আজ, মঙ্গলবার শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ এপ্রিল নতুন করে একটি পশ্চিমীঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এদিকে একটি অক্ষরেখা ইতিমধ্যেই রাজস্থান থেকে গল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে। যেটি মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর উপর দিয়ে গিয়েছে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। এর জেরেই আজ, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবজেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।গতকাল, সোমবারও শহরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়েছে। যার ফলে গতকাল রাতে শহরের তাপমাত্রা কিছুটা কমে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ, মঙ্গলবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।  
  • Link to this news (বর্তমান)