• ভাতের থালায় বিভাজন কই! ভালোবাসার এক পাতে খাচ্ছে মালদহের সন্দীপ-সোলেমান
    প্রতিদিন | ১৫ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ প্রতিবাদে অশান্তির আঁচ এখনও নিভে যায়নি। মুর্শিদাবাদ থেকে মালদহেও তা ছড়িয়েছে। বিক্ষোভের জেরে প্রাণভয়ে অনেকে পাশের জেলায় গিয়ে আশ্রয় নিয়েছেন। এই আবহে বারবার পুলিশ প্রশাসন থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান, সকলেই শান্তির বার্তা দিয়েছেন। সম্প্রীতি বজায়ের আহ্বান জানিয়েছেন। আর বাংলার সহজাত উদার পরিবেশ বজায় রাখতে যখন এতজনের এত আবেদন, ঠিক সেই সময় সোশাল মিডিয়ায় হু হু গতিতে ভাইরাল হয়েছে ছোট্ট একটি ভিডিও। যে ভিডিও যেমন মন ভালো করা, তেমনই শৈশবের সারল্যে তা আদতে নিবিড় বন্ধুত্বের কাহিনি। যে সারল্য ‘সম্প্রীতি’র মতো ভারী শব্দ জানে না। তারা জানে শুধু বন্ধু না এলে মনটা বড্ড খারাপ হয়, বন্ধুর থালা থেকে মিড ডে মিলের ভাত না খেলে মোটেই পেটটা ভরে না। এই বাংলায় এটাই বোধহয় সম্প্রীতির আসল ছবি।

    ঘটনাস্থল মালদহের মোথাবাড়ি। এখানকার বাঙিটোলা চক্রে অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির দুই ছাত্র সন্দীপ পাল ও সোলেমান শেখ। অভিন্নহৃদয় বন্ধু দু’জন। একজন না এলে আরেকজনকেও দেখা যায় না। সন্দীপের বাবা ভ্যানচালক। দিনমজুর সোলেমনের বাবা। আর্থিক দিক থেকে প্রায় সমকক্ষ তাঁরা। তবে বাচ্চাদের উপর সেসবের কোনও প্রভাব নেই। তারা মজে নিজেদের বন্ধুত্বে। স্কুলে সারাদিন ক্লাস, পড়াশোনায় একপ্রকার কাটে সন্দীপ-সোলেমনের। কিন্তু মিড ডে মিল খেতে বসলেই তাদের বন্ধুত্ব একেবারে দর্শনীয় হয়ে ওঠে। একই থালা থেকে খাবার খায় দুই খুদে। কখনও ভাত-ডাল-সয়াবিন, কখনও ভাত-ডিম, যাই দেওয়া হোক সন্দীপ-সোলেমনের পাত কখনও আলাদা হয় না। এক থালা থেকেই খাবে দু’জন।

    একসময়ে দুই ছাত্রের এহেন খাওয়া দেখে তাক লেগে গিয়েছিল শিক্ষক রবিউল ইসলামের। তিনিই দুই বন্ধুর এই নির্মল বন্ধুত্বের ভিডিও রেকর্ড করেন। পরে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওয় শোনা যাচ্ছে, নিজেদের নাম জোরে জোরে বলছে, তারপর জানাচ্ছে, এক থালা থেকে দু’জনে একসঙ্গে খেতেই পছন্দ করে। সেই ভিডিও তুমুল ভাইরাল হয়ে গিয়েছিল।

    সম্প্রতি ওয়াকফ আইন নিয়ে যেভাবে সংখ্যালঘু এলাকায় অশান্তি দানা বাঁধছে আর তার জেরে হিন্দুরা ‘বিপন্ন’ বোধ করছেন বলে চারপাশে গুঞ্জন ছড়িয়েছে, তাতে এই ভিডিও আবারও সাধারণ মানুষের সরল মনের প্রতিফলনকেই প্রকাশ্যে আনল। সন্দীপ-সোলেমানরা আসলে আমাদের নিজেদের অন্তরে ঘুমিয়ে থাকা মনুষ্যত্বের আয়না।
  • Link to this news (প্রতিদিন)