সুমন করাতি, হুগলি: বাংলার নতুন বছরের দিনে রক্তারক্তি কাণ্ড। তাও আবার এটিএম কিয়স্কে। কেন এটিএমে বেশি সময় লাগছে? সেই নিয়ে দুই ব্যক্তির মধ্যে শুরু হয় তর্কাতর্কি। সেই বিবাদ চলার সময়েই এক ব্যক্তি অপর ব্যক্তির হাত কামড়ে দিলেন। কামড়ের জেরে গলগল করে রক্ত বেরতে থাকে হাতের তালু থেকে। ঘটনায় উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার খাদিনামোড় এলাকায়।
জানা গিয়েছে, চুঁচুড়ার খাদিনামোড়ে এসবিআই-এর একটি এটিএম কিয়স্ক রয়েছে। সেই কিয়স্কে পাশবই আপডেটও হয়। নববর্ষের সকালে স্থানীয় এক ব্যক্তি ওই কাউন্টারে ছটি পাশবই নিয়ে গিয়েছিলেন আপডেট করানোর জন্য। এক এক করে তিনি পাশবই আপডেট করছিলেন। এদিকে এটিএমের বাইরে একজন গ্রাহকও হাজির হয়েছিলেন। সময় লাগছে দেখে তিনি বিরক্ত হন বলে অভিযোগ। তাঁর তাড়া থাকায় কাউন্টারের ভিতরে থাকা ব্যক্তিকে আগে ছেড়ে দিতে বলেছিলেন। আর সেই থেকেই শুরু হয় বচসা।
কাউন্টারের ভিতরে থাকা ব্যক্তি ওই ব্যক্তিকে গালিগালাজ করেন বলে অভিযোগ। অপর ব্যক্তিও পালটা গালিগালাজ করেন বলে অভিযোগ। আর তারপরই শুরু হয়ে যায় তুমুল বচসা। সেই বচসা নিমেষে বদলে যায় হাতাহাতিতে! অভিযোগ, সেই সময় পাশবই নিয়ে আসা ব্যক্তির হাত কামড়ে দেন অপর ব্যক্তি। কামড়ের চোটে ওই ব্যক্তির হাতের তালু থেকে গলগল করে রক্ত বেরতে থাকে। সেসময় সেখানে উপস্থিত ছিলেন অনেকেই। ওই ঘটনায় সকলেই হতচকিত হয়ে যান।
তখন ওই কিয়স্কে একজন নিরাপত্তারক্ষীও ছিলেন। তাঁর সামনেই এমন ঘটনা কী করে ঘটল? কেন তিনি দুই ব্যক্তিকে আগেই বিবাদ থেকে নিরস্ত করলেন না? সেই প্রশ্নও উঠেছে। আক্রান্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা হয়। নববর্ষের দিন এই ঘটনা কাম্য নয়, বলেই জানাচ্ছেন উপস্থিত অন্যান্যরা। যদিও ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।