সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা নতুন বছরে শান্তি, সম্প্রীতি বজায় থাকুক। সকলের ঘরে ঘরে আলো নিয়ে আসুক নববর্ষ। নিজের লেখা ও সুর করা গানে এভাবেই রাজ্যবাসীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এই দিনটি শুধু বাংলা নতুন বছরের শুরুই নয়, পয়লা বৈশাখে ‘পশ্চিমবঙ্গ দিবস’ও পালন করা হয়। সোশাল মিডিয়ায় এই বিশেষ দিনটি নিয়েও শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বাংলা দিবস’-এর শুভেচ্ছাবার্তায় তিনি সদ্যপ্রয়াত বাংলার সঙ্গীতকার প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ করে লিখেছেন ? ‘আমি বাংলায় গান গাই’।
পোস্টে তাঁর শুভকামনা, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আরও বিস্তৃত হোক, রাজ্যবাসীর মাঝে আরও দৃঢ় হোক ভ্রাতৃত্বের বন্ধন।