• ‘গুজরাত থেকে ইউসুফ পাঠানদের নিয়ে আসছে আর বাঙালিকে ভিনরাজ্যে পালাতে হচ্ছে’
    হিন্দুস্তান টাইমস | ১৫ এপ্রিল ২০২৫
  • ভিনরাজ্যের বাসিন্দাদের পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি করে পশ্চিমবঙ্গের মানুষকে রাজ্যছাড়া করছে তৃণমূল। নববর্ষের সকালে শোভাযত্রায় অংশগ্রহণ করে এই আক্ষেপ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। মঙ্গলবার পয়লা বৈশাখের সকালে বিজেপির শোভাযাত্রায় অংশগ্রহণ করে তিনি বলেন, নববর্ষে রবীন্দ্র সংগীত, নজরুল গীতির বদলে চারিদিকে বোম – বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে।

    এদিন দিলীপবাবু বলেন, ‘আশা করব এই সমস্ত অন্ধকার ঝঞ্ঝা কেটে গিয়ে আমরা ভালো দিনের সন্ধান পাব। যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে তা খুবই দুর্ভাগ্যজনক। এভাবে নববর্ষে বাঙালি বাড়িছাড়া হবে এটা আমরা কোনও দিন ভাবিনি। যারা বাঙালি বাঙালি বলে বাঙালিকে তোল্লাই দেওয়ার ঠেকা নিয়েছে তারা গুজরাত থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসছেন, বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে আসছে। এতদিন আজাদ কাশ্মীর শুনেছিলাম এখন অন্য একজন আজাদ এসে গেছেন। তিনি বাঙালির প্রতিনিধিত্ব করছেন। এরা লোকসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করছেন। আর বাঙালিকে বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে।’

    দিলীপবাবুর আক্ষেপ, ‘এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা নববর্ষ পালন করতে এসেছি। কোথায় রবীন্দ্র সংগীত, নজরুল গীতি শুনব, চারিদিকে বোম – বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে। ঘরছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে।’

    এদিন কলকাতার সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে নববর্ষের শোভাযাত্রার সূচনা করে বিজেপি। প্রথাগত বাঙালি পোশাকে সেখানে হাজির ছিলে দিলীপবাবুসহ রাজ্য বিজেপি নেতারা। মহিলা ঢাকিদের তালে এগোয় শোভাযাত্রা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)