বাংলা নববর্ষে আইনশৃঙ্খলা নিয়ে সাবধানী হাওড়া। গত কয়েক দিনে বাংলার কিছু জেলায় অশান্তির বিক্ষিপ্ত ঘটনা। এরই মাঝে যে কোনও ধরনের অশান্তি এড়াতে আগেভাগেই হাওড়া সিটি পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নববর্ষে রাস্তায় টহলদারি।
মঙ্গলবার নববর্ষের প্রথম দিন সকাল থেকেই হাওড়ার স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছে সিআইএফ, কমব্যাট ফোর্স, RAF। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী বলেন যে, ‘হাওড়া জেলার মানুষ খুব শান্তিতে থাকতে চান। রামনবমী এবং হনুমান জয়ন্তীর মতো উৎসব এখানে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবুও, জনগণকে সতর্ক ও সচেতন করা হচ্ছে যাতে কেউ গুজব ছড়াতে না পারে। সিআইএসএফ, আরএএফ, সম্মিলিত বাহিনী এলাকাগুলিতে গিয়ে রুট মার্চ করছে। আমরা মানুষকে সচেতন করছি যাতে তাঁরা কোনও গুজবের ফাঁদে না পড়েন।’
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অশান্তির আঁচ মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, জঙ্গিপুরে। সেই অশান্তিতে প্রাণ গিয়েছে দু’জনের। সোমবার অশান্তি ছড়ায় ভাঙড়েও। জেলায় অশান্তির ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা ২০০-র বেশি। এ বছর হনুমান জয়ন্তী ও রামনবমী হাওড়ায় শান্তিতে মিটলেও অতীতে রামনবমীকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়ায় হাওড়ায়। সেই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই সাবধানী প্রশাসন।
প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যে শান্তি বজায় রাখার কথা বলেন এবং গুজবে কান না দিতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আইন কখনও হাতে তুলে নেবেন না। কেউ কেউ প্ররোচনা দেবে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচিত করা হলে সেই সময় মাথা ঠান্ডা রাখাই আসল জয়। আপনারা জয়ী হোন।’