সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারারা। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের তরফে তিন প্রতিনিধি মঙ্গলবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে যান। তাঁদের দাবি, আগামী ২১ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। সেই অভিযানে সৌরভকে পাশে চাইছেন। তারই আমন্ত্রণপত্র দিতে সেখানে যান।
মঙ্গলবার নববর্ষের সন্ধ্যায় বেহালায় বীরেন রায় রোডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে হাজির হন পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের তিন প্রতিনিধি। সন্ধ্যা তখন প্রায় পৌনে ৬টা। হাতে ছিল সাদা খাম। তার উপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম লেখা।
এই মঞ্চের আহ্বায়ক শুভদীপ ভৌমিক সংবাদমাধ্যমে জানান, আগামী ২১ তারিখ তাঁদের নবান্ন চলো অভিযানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে চান তাঁরা। তাঁদের বক্তব্য, সৌরভ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সকলে সৌরভকে চেনেন। সকলে সম্মান করেন। এমন একজনকে মিছিলে পাশে পাওয়া নিঃসন্দেহে আলাদা গুরুত্বের। যদিও সৌরভের সঙ্গে তাঁদের দেখা হয়নি। পুলিশের তরফে জানানো হয়, বুধবার বেহালায় সৌরভের যে অফিস রয়েছে, সেখানে গিয়ে যেন সাক্ষাৎ করেন।