২৪ জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। মঙ্গলবার চিলমারি জঙ্গল সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন ১১ জন মহিলা, ৯ জন পুরুষ। তাঁদের সঙ্গে ৪ জন শিশুও ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন উপকূল হয়ে জলপথে ৫টি নৌকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে অনুপ্রবেশকারীরা। জনবহুল এলাকায় প্রবেশ করে স্থায়ীভাবে বসবাস শুরু করার পরিকল্পনা ছিল তাঁদের।
বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, ‘অনুপ্রবেশকারীরা সকলেই জলপথে ঢোকেন। তাঁদের কাছে ভারতীয় নাগরিকত্বের কোনও বৈধ প্রমাণ ছিল না। ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কী ভাবে তাঁরা অনুপ্রবেশ করলেন, কারা তাঁদের সাহায্য করেছে তা জানার চেষ্টা চলছে। এই অনুপ্রবেশের পেছনে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হাত থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।