• গুনে গুনে ১৪৩২টি ডুব, এ ভাবেও ওয়েলকাম করা যায়...
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৫
  • নতুন বছরকে স্বাগত জানানোর এ এক অভিনব উদ্যোগ। বিষ্ণুপুরের সদানন্দ দত্ত তাক লাগিয়ে দিলেন সকলকে। বাংলার ১৪৩২ সালকে স্বাগত জানালেন ১৪৩২টি ডুব দিয়ে। ইংরেজি হোক বা বাংলা, নতুন বছরে তিনি স্বাগত জানান সেই নির্দিষ্ট সালের সংখ্যা অনুযায়ী ডুব দিয়ে। লক্ষ্য একটাই। গিনেস বুকে নাম তোলা। সাত বছর বয়স থেকে এমন ভাবেই বিশেষ দিনটি উদযাপন করছেন তিনি। ইংরেজি সালকে স্বাগত জানাতে মল্লরাজ এলাকার লালবাঁধে এবং বাংলা নববর্ষকে স্বাগত জানাতে যমুনাবাঁধে ডুব দেন সদানন্দ। শরীরকে রোগমুক্ত রাখতে সাঁতার কাটার পরামর্শও দেন তিনি।

    এমন অভিনব কর্মসূচিকে উৎসাহ দিতে সকাল থেকেই যমুনাবাঁধের পাড়ে ভিড় জমান স্থানীয়রা। ১৪৩২টি ডুব দিয়ে বাঁধের জল থেকে ওঠা মাত্রই তাঁকে শুভেচ্ছা জানান সকলে। স্থানীয় কাউন্সিলার হীরালাল দত্ত বলেন, ‘প্রতি বছর ইংরেজি ও বাংলা দুটো নববর্ষেই সদানন্দ ডুব দেন। সবচেয়ে দুঃখের বিষয় হলো, প্রচারের আলোয় সে ভাবে আসতে পারছেন না। কোনও বড় শহরে যদি এই কাজ তিনি করতেন, তা হলে অনেক স্বীকৃতি পেতেন।’

    ডুব দিয়ে বর্ষবরণ করা সদানন্দ জানান, গিনেস বুকে রেকর্ড গড়াই তাঁর লক্ষ্য। বললেন, ‘বাংলার ১৪১৪ সাল থেকে ডুব দিচ্ছি। আজ ১৪৩২টা ডুব দিলাম। গিনেস বুকে রেকর্ড গড়াই আমার লক্ষ্য। চাই সরকার আমার পাশে থাকুক। এ ব্যাপারে আমার বাবা সব সময়ে আমার পাশে থেকেছেন।’

    এলাকার ছেলের সাফল্যে গর্বিত সকলেই। প্রতি বছরই তাঁকে উৎসাহ দিতে ভিড় জমান অনেকেই। এ বারেও তার অন্যথা হলো না। সদানন্দ একদিন বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করবেন বলেও বিশ্বাস তাঁদের।

  • Link to this news (এই সময়)