ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতির কার্যালয়ে তালা বদলে দেওয়ার অভিযোগ উঠল মঙ্গলবার। সিউড়ি-২ ব্লকের পুরন্দরপুরের ঘটনা। তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম কারও নাম না করলেও স্পষ্ট বলেন, ‘এই কাজের মদত বোলপুর থেকে দেওয়া হচ্ছে।’ এ দিকে বোলপুর মানে তো অনুব্রত মণ্ডলই সেখানে শেষ কথা। তা হলে কি কাজল-কেষ্ট দ্বন্দ্বই ফের প্রকাশ্যে?
নুরুল ইসলামের অভিযোগ, তাঁর কার্যালয়ের দু’সেট চাবি। একটি থাকে স্থানীয় বাসিন্দা তথা কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডলের কাছে। অন্যটি থাকে তাঁর অফিস দেখাশোনা করেন যিনি, তাঁর কাছে। নুরুল ইসলামের অভিযোগ, হঠাৎই সেই অফিসের তালা বদলে ফেলা হয়েছে। অথচ তাঁকে তা নিয়ে জানানোও হয়নি। এমনকী দেওয়া হয়নি চাবি। ফলে তিনি নিজের দপ্তরে ঢুকতে পারছেন না।
পুরন্দরপুরে ব্লকের যে কার্যালয়, সেখানেই রয়েছে ব্লক সভাপতিরও অফিস। নুরুল ইসলাম বলেন, ‘আমরা যাতে ঢুকতে না পারি নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তার চাবি আমার কাছে নেই। বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করা হচ্ছে বোলপুর থেকে। তা দলের জন্য স্বাস্থ্যকর কি না বোলপুরের বোঝা উচিত। একটা ভালো ব্লককে এ ভাবে বিরক্ত করার কারণ কী? এর প্রভাব তো ভোটের ফলে পড়বে।’ একই সঙ্গে তিনি দাবি করেন, রাজ্য নেতৃত্ব কোর কমিটিকে বীরভূম চালানোর নির্দেশ দিলেও, তাদের বুড়ো আঙুল দেখানো হচ্ছে।
কবে সেখানকার কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল বলেন, বহু দিন ধরে ব্লক সভাপতি আসেন না। তাই তাঁর চেয়ার টেবিলগুলোর পাশে সরিয়ে রাখা হয়েছে। অন্য কর্মী সমর্থকদের সুবিধার জন্য। এর বাইরে আর কিছুই নয়।