গবেষণা চলাকালীন বিস্ফোরণ, গুরুতর আহত পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউড অফ টেকনোলজি(NIT)-র এক অধ্যাপক। আহত হয়েছেন এক ছাত্রও। মঙ্গলবার NIT-তে এই ঘটনা ঘটেছে। ঘটনায় তীব্র শোরগোল পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানে।
NIT সূত্রে খবর, মঙ্গলবার সকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের নিয়ে ‘থার্মিট ওয়েল্ডিং’ সম্পর্কিত একটি গবেষণার কাজ চলছিল। সেখানে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক।
গবেষণা চলাকালীন সেখানে আচমকাই বিস্ফোরণ হয়। কেমিক্যালে ঝলসে যান ইন্দ্রজিৎ বসাক এবং আকাশ মাঝি নামে এক ছাত্র। তাঁদের তড়িঘড়ি দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনকেই ICU-তে স্থানান্তরিত করা হয়।
অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের বাড়ি দুর্গাপুরে সিটি সেন্টারের রিকল পার্কে এবং আকাশ আসানসোলের বাসিন্দা। জানা গিয়েছে, অল্পবিস্তর জখম হয়েছেন আকাশের আরও দুই সহপাঠী। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
NIT-র মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রীকৃষ্ণ রাই বলেন, ‘অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের অবস্থা সঙ্কটজনক। প্রয়োজনে তাঁকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লি নিয়ে যাওয়া হবে।’