ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকে সোনার গয়না চুরি করে আনার অভিযোগ। এই ঘটনায় হাওড়ার শ্যামপুরের কৌশিক মুলাকে গ্রেপ্তার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের একটি সোনার দোকান থেকে সোনার গয়না চুরি করে নিয়ে আসার অভিযোগে সোমবার রাতে শ্যামপুরের ভগবানপুর থেকে কৌশিক মুলা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর মাস তিন চার আগে অভিযুক্ত কৌশিক আরও তিন জনের সঙ্গে শ্রীনগরে যান। তাঁরা সেখানে একটি সোনার দোকানে কাজ পান।
মাস দু’য়েক আগে সোনার দোকান থেকে আনুমানিক ২৪ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে পালিয়ে আসে। এরপর সোনার দোকানের মালিক পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে চার যুবকের সন্ধান পায়। এর পরেই জম্মু-কাশ্মীর পুলিশের একটি টিম সোমবার শ্যামপুরের ভগবানপুরে হানা দিয়ে কৌশিককে গ্রেপ্তার করে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।