• গুনে গুনে ১৪৩২ বার ডুব, বাংলা নতুন বছরকে এভাবেই অভ্যর্থনা সদানন্দের...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের যমুনাবাঁধে এবারের বাংলা নববর্ষ ১৪৩২-কে অভিনব উপায়ে স্বাগত জানালেন সদানন্দ দত্ত। ক্যালেন্ডারের পাতায় নতুন সাল ঢোকার সঙ্গে সঙ্গে ১৪৩২ বার ডুব দিয়ে বছরটিকে বরন করলেন তিনি ।

    ইংরেজি হোক বা বাংলা, প্রতি নববর্ষে সাল অনুযায়ী ডুব দিয়ে অভ্যর্থনা জানান সদানন্দ। তাঁর এই উদ্যোগ শুধু কৌতূহল নয়, এক অনন্য বার্তাও বহন করে—সুস্থ শরীর, দৃঢ় মন এবং এক অদম্য লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা। তাঁর স্বপ্ন, একদিন এই ব্যতিক্রমী কীর্তি গিনেসবুকে রেকর্ড হয়ে উঠবে।

    ইংরেজি নববর্ষে বিষ্ণুপুরের লালবাঁধে এবং বাংলা নববর্ষে যমুনাবাঁধে এই ডুব দেওয়ার কর্মসূচি পালন করেন তিনি। তাঁর মতে, এই প্রক্রিয়া যেমন একটি চেতনার বহিঃপ্রকাশ, তেমনি শরীর সুস্থ রাখার দিকেও একটি বার্তা বহন করে। তাই সকলকেই তিনি সাঁতার কাটার পরামর্শ দেন।

    এই উদ্যোগ দেখতে যমুনাবাঁধের পাড়ে ভিড় জমিয়েছিলেন বহু স্থানীয় মানুষ। ১৪৩২তম ডুব দিয়ে জল থেকে উঠতেই করতালি, পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সদানন্দবাবুকে শুভেচ্ছা জানান সকলেই। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর হীরালাল দত্তও।

    হীরালালের মতে, 'সদানন্দবাবুর এই প্রচেষ্টা অনুপ্রেরণাদায়ক। আমরা চাই তিনি তাঁর লক্ষ্যে পৌঁছন। মফস্বল এলাকার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা তাঁর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।'

    সদানন্দ দত্তের এই প্রচেষ্টা শুধুই রেকর্ড গড়ার চেষ্টা নয়, এটি এক ধরনের সামাজিক বার্তাও বয়ে আনে। নববর্ষ মানে শুধু আনন্দ নয়, নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করে নেওয়ারও এক নতুন সূচনা।
  • Link to this news (আজকাল)