মিল্টন সেন, হুগলি: সাড়ম্বরে পালন করা হল বাংলা দিবস। একইসঙ্গে বরণ করে নেওয়া হল বাংলা নববর্ষকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় অনুষ্ঠিত হল বাংলা দিবস এবং শুভ নববর্ষ বরণ অনুষ্ঠান। মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চুঁচুড়া রবীন্দ্রভবনে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য্য। উপস্থিত ছিলেন চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যাক্ষ সুবীর মুখার্জি প্রমুখ। এদিন আয়োজিত অনুষ্ঠানে জেলার একাধিক শিল্পীরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।