মিল্টন সেন, হুগলি: ব্যাঙ্কের কিয়স্কে পাশবই আপডেট করা নিয়ে ধুন্ধুমার কাণ্ড। বচসা থেকে গালাগাল। এক গ্রাহক কামড়ে দিলেন ওপর গ্রাহককে। সামান্য ঝামেলা গড়াল থানা পর্যন্ত। বাংলা নববর্ষের সকালে রক্তারক্তি কাণ্ড চুঁচুড়ায়।
ঘটনাটি ঘটেছে চুঁচুড়া খাদিনামোরে থাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিয়স্কে। মঙ্গলবার সকালে ওই কিয়স্কে পাশবই আপডেট করতে আসেন প্রবীণ দুই গ্রাহক। প্রথমে যিনি আপডেট করছিলেন তাঁর কাছে চারটি পাশবই ছিল। মেশিনে আপডেট করতে সময় লাগছিল। তাঁর পিছনে অপেক্ষায় থাকা অপর গ্রাহক সামনের জনকে বলেন, তাঁর একটা পাশবই আপডেট করতে হবে, যদি একটু আগে জায়গা ছেড়ে দেন। তাঁর একটু তাড়া আছে। অভিযোগ, প্রথম ব্যক্তি দ্বিতীয়জনকে জায়গা না ছেড়ে উল্টে গালিগালাজ করতে শুরু করে দেন। কটুক্তি শুনে দ্বিতীয় ব্যক্তিও থেমে থাকেননি। তিনিও পাল্টা গালিগালাজ শুরু করেন। এরপরেই শুরু হয় হাতাহাতি। দ্বিতীয় ব্যক্তির হাত কামড়ে রক্ত বার করে দেন প্রথম জন। এমনকি মুখে ঘুষিও মারেন বলে অভিযোগ। কিয়স্কে তখন নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষী উপস্থিত ছিলেন। ছিলেন আরও এক গ্রাহক। তাঁরা জানান, প্রথম গ্রাহক হঠাৎ মাথা গরম করে মারেন এবং কামড়ে দেন।
কেনও কামড়ে দিলেন? এই প্রশ্নে ওই গ্রাহক বলেন, তাঁর মুখ চেপে ধরায় তিনি হাত চালিয়েছেন। তাঁকে গালিগালাজ দেওয়ায় তিনি মেরেছেন। দুই গ্রাহকই প্রবীন নাগরিক। সামান্য ঘটনায় মাথা গরম করে রক্তারক্তি করায় সেখানে থাকা অনেকেই বলছেন ছেলেমানুষী কাজ।