• বৃদ্ধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার পুলিশকর্মী
    দৈনিক স্টেটসম্যান | ১৬ এপ্রিল ২০২৫
  • বৃদ্ধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হলেন এক পুলিশকর্মী। চাঞ্চল্যকর এই ঘটনাটি হুগলির বৈদ্যবাটির। শ্রীরামপুর থানার পুলিশ অপহরণকারী অশোক দাসকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত অশোক দাস চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত। তাঁর বাড়ি শেওড়াফুলিতে। কেন অপহরণ করলেন ওই পুলিশকর্মী, তার কারণ খতিয়ে দেখছে পুলিশ। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। মঙ্গলবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি রোডের কাছে চায়ের দোকান রয়েছে বৈদ্যবাটির পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিকের। সোমবার ভোরে দোকান খুলছিলেন তিনি। সেই সময় একটি গাড়ি এসে থামে দোকানের সামনে। ওই গাড়ি থেকে নেমে কয়েকজন তারকবাবুকে অপহরণ করেন। কিছুক্ষণের মধ্যেই ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন যায় তারকের বাড়িতে। খবর জানাজানি হতেই গোটা শোরগোল পড়ে যায়। শ্রীরামপুর থানায় অভিযোগ ব্যবসায়ী তারক ভৌমিকের পরিবার। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ।

    রাতে ফের মুক্তিপণ চেয়ে ফোন যায় তারকের পরিবারের লোকজনের কাছে। সেই সময় ফোনের লোকেশান দেখে শেওড়াফুলি স্টেশন থেকে অভিযুক্ত অশোক দাসকে গ্রেপ্তার করে পুলিশ। রাজার বাগান থেকে অপহৃত ব্যবসায়ীকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। কী কারণে তারকবাবুকে অপহরণ করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে অপহৃত বৃদ্ধের ছেলে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেপ্তার হন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)