সকাল থেকে নদিয়ার বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই পাসপোর্ট ‘ব্যবসায়ী’ অলোক নাথকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ দিন রাতেই বিচার ভবনে তাঁকে পেশ করা হতে পারে। গেদের উত্তরপাড়ার বাসিন্দা অলোক নাথ ভিসা ও পাসপোর্টের ব্যবসা করেন। আজ সকাল থেকে তাঁর বাড়িতে হানা দেয় ইডির টিম। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। প্রায় সাড়ে ৭ ঘণ্টা সেখানে ছিলেন ইডির আধিকারিকরা।
বাংলাদেশ থেকে বেআইনি ভাবে আগতদের ভিসা-পাসপোর্ট সংক্রান্ত কোনও ঝামেলা থাকলে, অলোক নাথের অফিস তাঁর জন্য সঠিক জায়গা বলেই অভিযোগ উঠছে। ইডির একটি সূত্র মারফত খবর, অবৈধ ভাবে পাসপোর্ট তৈরির কাজ করেন অলোক। তাঁর একটি সাইবার ক্যাফেও রয়েছে বলে জানতে পেরেছে ইডি।
বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ কিংবা ঘুরপথে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকা গেদের বাসিন্দা অলোক নাথ অনেকেরই ভরসা ছিলেন বলে ইডির তদন্তে উঠে এসেছে বলে খবর। তবে এর সত্যতা কতটা তা তদন্তসাপেক্ষ। আপাতত অলোকনাথকে নিজেদের হেফাজতে নিয়ে পাসপোর্ট কেলেঙ্কারিতে ইডি বড় কোনও তথ্যের সন্ধান পায় কি না, এখন সে দিকেই নজর। এ দিন দীর্ঘ সময় তাঁর বাড়িতে অভিযানের পর সঙ্গে করেই কলকাতার পথে রওনা হয়েছিলেন তদন্তকারীরা। তখনই অনুমান করা হয়েছিল, বড় কিছু ঘটতে পারে নববর্ষের রাতে। মিলল অনুমান, গ্রেপ্তার অলোক নাথ।