• ইংলিশবাজার পুরসভার ৫ নম্বর ওয়ার্ড বর্ষবরণ কমিটির উদ্যোগে শোভাযাত্রা
    বর্তমান | ১৬ এপ্রিল ২০২৫
  • মঙ্গল ঘোষ, মালদহ: নববর্ষ উপলক্ষ্যে মালদহের ইংলিশবাজার পুরসভার ৫ নম্বর ওয়ার্ড বর্ষবরণ কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা হল। এই শোভাযাত্রায় চন্দননগর থেকে মহিলা ঢাকি এবং বীরভূমের বাউল সম্প্রদায়ের শিল্পীরা অংশ নেন। তাঁরা ঢাকের নানা বোল ও গানের মাধ্যমে সকলের নজর কাড়েন।  শোভাযাত্রাটি ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বাঙালির নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজিত এই শোভাযাত্রায় ওয়ার্ডের বিভিন্ন বয়সি পাঁচ শতাধিক বাসিন্দা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, ইংলিশবাজার পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুমিতা বন্দ্যোপাধ্যায়, বর্ষবরণ কমিটির সম্পাদক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টরা। বর্ষবরণ কমিটি সূত্রে জানা গিয়েছে, নতুন বছরকে স্বাগত জানাতে মোট তিন দিনের উৎসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে শোভাযাত্রা হয়েছে। আগামী ১৭ এবং ১৮ মে বাংলা গানের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। ১৭ মে সঙ্গীত শিল্পী প্রস্মিতা পাল এবং ১৮ মে দুনির্বার সাহাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা ওই দিনগুলিতে উৎসব প্রেমীদের আনন্দ উপহার দেবেন বলে জানা গিয়েছে। বর্ষবরণ কমিটির সম্পাদক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা প্রতি বছর বর্ষবরণ উপলক্ষ্যে প্রভাতফেরীর আয়োজন করি। এবার আয়োজনের ১৬তম বর্ষ। খুবই সুষ্ঠুভাবে উৎসব উদযাপিত হয়েছে। শোভাযাত্রা ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। আমাদের মোট তিনদিনের অনুষ্ঠান। তিনি আরও বলেন, আমাদের তিন দিনের মূল অনুষ্ঠান। আগামী দিনে অনুষ্ঠান হবে। তবে  ২৭ এপ্রিল অঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে। এখানে অনেকে অংশ নেবে। তার প্রস্তুতি চলছে।  বর্ষবরণ উৎসব উপলক্ষ্যে ইংলিশবাজার পুরসভার ৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শোভাযাত্রা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)