• মেকানিকের অভাব, বিভিন্ন রুটে বন্ধ এসি বাস, কলকাতা যায় মাত্র একটি
    বর্তমান | ১৬ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গের লাইফলাইন বলে পরিচিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বেশকিছু রুটে বাতানুকূল বা এসি বাস পরিষেবা একসময় চালু করেছিল। মূলত মেকানিকের অভাবে এসি বাস পরিষেবা বন্ধ হয়ে আছে নিগমের। এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, উত্তরের কোনও জেলাতেই নিগমের এসি বাস এখন আর চলছে না। একমাত্র শিলিগুড়ি-কলকাতা রুটে এই পরিষেবা চালু আছে। এবারের গরমে উত্তরের জেলাগুলিতে এসি বাস পরিষেবা নিগম যে চালু করবে, এমন কোনও সম্ভাবনাও দেখা যাচ্ছে না। ফলে কোচবিহার, বালুরঘাট, রায়গঞ্জ কিংবা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাবাসী নিগমের এসি বাস পরিষেবা পাবেন না। যদিও নিগমের দাবি, একসময় কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে ও কোচবিহার-কলকাতা রুটে এসি বাস পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত বুকিং না হওয়ার কারণে সেই পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। 

    এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, বেশকিছু পুরানো এসি বাস নষ্ট হয়ে গিয়েছে। সেগুলি কবে সারানো হবে, বলা যাচ্ছে না। উত্তরবঙ্গের কোনও জেলাতেই এখন আর এসি বাস আমরা চালাচ্ছি না। শুধুমাত্র শিলিগুড়ি-কলকাতা রুটে এসি বাস চলছে। যে এসি বাসগুলি ছিল সেগুলি সারানোর জন্য আমাদের হাতে মেকানিক নেই। কলকাতার যে সংস্থা এসি বাস সারায় তাদের অনেক কাজের চাপ। ফলে তারাও সময় দিতে পারছে না। 

    উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এমনিতেই দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে। কর্মীসঙ্কট যার মধ্যে অন্যতম। এই কর্মীসঙ্কটের মধ্যে চালক, কন্ডাক্টর যেমন আছে, তেমনই মেকানিকের অভাবও রয়েছে। ফলে গাড়ি সারানো, সঠিক রক্ষণাবেক্ষণে নিগমকে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। এরই মধ্যে এসি বাস সারানোর সমস্যা আরও ব্যাপক। পর্যাপ্ত মেকানিক বাইরে থেকে নিয়োগ করে কাজ চালাতে হয়। যেটি আসলে আউটসোর্সিং। এর পাশাপাশি রয়েছে রাস্তায় বাস চলানোর সময় তা খারাপ হয়ে যাওয়া। সেসব ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় বা নিকটবর্তী কোনও জায়গায় মেকানিক পাঠিয়ে তা সারাতে হয়। এক্ষেত্রেও নিজস্ব মেকানিক না থাকার কারণে নিগমকে সমস্যায় পড়তে হয়। এসব সমস্যার কারণেই রায়গঞ্জ, বালুরঘাট, কোচবিহার প্রভৃতি রুটে এসি বাস পরিষেবা বন্ধ হয়ে আছে। 

     ফাইল ছবি।
  • Link to this news (বর্তমান)