জহুরাকালীর নতুন বিগ্রহ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শুরু ঐতিহ্যবাহী মেলা
বর্তমান | ১৬ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মালদহ: প্রায় চারশো বছরের পরম্পরা মেনে পয়লা বৈশাখে মন্দিরে প্রতিষ্ঠিত হল জহুরাকালীর নতুন বিগ্রহ। এদিন থেকেই জহুরা কালীমন্দির চত্ত্বরে শুরু হল ঐতিহ্যবাহী মেলা। যা চলবে আগামী একমাস ধরে। জহরাকালীর পুজো উপলক্ষ্যে এদিন সকাল থেকে মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। মালদহের পাশাপাশি দূর-দূরান্ত থেকে বহু মানুষ এদিন এখানে পুজো দিতে আসেন। মন্দিরের সেবাইত কল্যাণ তিওয়ারি বলেন, রীতি মেনে পয়লা বৈশাখে মায়ের নতুন প্রতিমা এনে প্রাণপ্রতিষ্ঠা করা হল। বৈশাখ মাসে প্রতিদিন মায়ের মন্দির খোলা থাকবে এবং পুজো হবে। মায়ের পুজো উপলক্ষ্যে এখানে মেলা বসেছে। মেলা পুরো বৈশাখ মাস ধরেই চলবে। এদিন দূর-দূরান্ত থেকে কয়েকশো ভক্ত এখানে পুজো দিতে আসেন। মেলায় কোথাও বিক্রি হচ্ছে বাঁশের কারুকার্য করা ঝুড়ি, টেবিললাইট, হাতপাখা, ফুলদানি, ছোট-বড় বাঁশের বাক্স। আবার কেউ বসেছেন ছানার সন্দেশ, লাড্ডু, নকুল দানা, বাতাসা এবং মালদহের বিখ্যাত রসকদম্ব নিয়ে। জহরা তলার একটা বেশ কিছু রীতির মধ্যে আরএকটি রীতির কথা না বললেই নয়। তা হল, মায়ের পুজো সেরে গরম গরম লুচি আলু তরকারি খাওয়া। এখানে সারাবছরই শনি ও মঙ্গলবার লুচির দোকান চলে।
ভক্তদের নিরাপত্তার দিকটি মাথায় রেখে সকাল থেকে মোতায়েন ছিল পুলিস বাহিনী। দুপুরে সরেজমিনে মন্দির এবং মেলা চত্ত্বরের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন মালদহের অতিরিক্ত পুলিস সুপার(সদর) সম্ভব জৈন। এদিন তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক পুলিস মোতায়েন করা আছে।
কথিত আছে, আনুমানিক ৩৮০বছর আগে বৈশাখ মাসেই ধ্যানরত অবস্থায় মা জহুরাকে দেবী রূপে দেখেছিলেন ছল্ল তিওয়ারি। সেই থেকেই প্রতিষ্ঠা মাস হিসেবে পুরো বৈশাখ মাসধরেই জাঁকজমক করে মায়ের পুজো করা হয় এখানে। নিজস্ব চিত্র