• হলদিয়া বইমেলায় রান্নার প্রতিযোগিতায় মেতে বধূরা
    বর্তমান | ১৬ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: বাঙালির নববর্ষ মানেই পেটপুজো। খাদ্যরসিক বাঙালি নববর্ষ উদযাপন করে রকমারি আমিষ ও নিরামিষ পদের বাহারে। এদিন নানা পদ রেঁধে পরিবার ও আত্মীয়স্বজনকে খাওয়াতে ভালোবাসেন অনেক গৃহিণীই। অনেকেই নতুন বছরে নতুন রেসিপি তৈরি করে চমকে দেন পরিবারকে। এমন গৃহিণীদের জন্য হলদিয়া বইমেলা কমিটি এবার আয়োজন করল রান্না প্রতিযোগিতা। মেলার রান্না প্রতিযোগিতার থিম ছিল ‘নববর্ষে রান্নায় বাঙালিয়ানা’। ঢ্যাঁড়শ দিয়ে মাছের ডিমের টক এদিন অন্যান্য রেসিপিকে পিছনে ফেলল প্রতিযোগিতায়। কম গেল না পাবদা তন্দুরিও। বইমেলায় নববর্ষের বিকেলে রান্না প্রতিযোগিতা জমে ওঠে। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মৌমিতা দাস শাসমল, দ্বিতীয় কৃষ্ণা প্রধান এবং তৃতীয় সঙ্গীতা ঘোড়ই। 

    প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণচন্দ্র শেঠ, আশিস লাহিড়ি, মানসী দে শেঠ। এদিন তাঁরা বিভিন্ন বিষয়ের প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেন। বইমেলায় এবার একইসঙ্গে নাট্য উৎসবও হচ্ছে। মেলার সাতদিনই রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর নাটক হচ্ছে। হলদিয়া মহকুমার সাতটি দল অংশ নিয়েছে। হলদিয়া বহুবচন নাট্যগোষ্ঠীর দেবপক্ষ, হলদিয়া প্রতিধ্বনির তৃতীয় সূত্র, নন্দীগ্রাম দর্পণের লাঠি নাটকগুলি নজর কেড়েছে। মঙ্গলবার মড়া নাটক পরিবেশন করে সমস্যা নাট্যগোষ্ঠী। ‘নববর্ষের কবিতা’ নামে এদিন সকালে সিটি সেন্টার সোনার তরীর বইমেলা প্রাঙ্গণে কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার শতাধিক কবি, গল্পকার, গীতিকার উপস্থিত ছিলেন। এদিন হস্তশিল্পীদের মেলা ঘুরে দেখেন রাজ্যের স্বনিযুক্তি কর্পোরেশনের অন্যতম ডিরেক্টর শ্যামল মাইতি। 

    মেলায় এসেছিলেন হলদিয়ার অতিরিক্ত পুলিস সুপার মনোরঞ্জন ঘোষ। বইমেলায় প্রতিদিন সন্ধ্যায় ভিড় জমছে। একসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই কিনছেন পাঠকরা। নববর্ষে বইয়ের সঙ্গে ক্রেতাদের ডিজাইনার জুয়েলারি, শাড়ি ও হস্তশিল্প কেনার দিকে ঝোঁক ছিল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)