সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রাম-২ ব্লকজুড়ে বহু গ্রামীণ রাস্তা পাকা করা হচ্ছে। কোথাও ঢালাই রাস্তা পাকা হবে, আবার কোথাও নতুন করে তৈরি করা হবে। ভাগীরথী, বাবলা নদীর পাড় এলাকায় বহু গ্রামের রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে তৈরি করা হবে৷ ইতিমধ্যেই রাস্তার প্রস্তাব পাঠিয়েছেন বিধায়ক। কেতুগ্রাম বিধায়ক শেখ শাহনেওয়াজ বলেন, বিভিন্ন গ্রামে পাকা রাস্তা করা হবে। তারজন্য জেলা পরিষদের কাছে প্রস্তাব পাঠিয়েছি।
জানা গিয়েছে, কেতুগ্রাম-২ ব্লকের অধীনে প্রায় ২২টি নতুন পাকা রাস্তা করা হবে। দুই থেকে ৮ কিমি পর্যন্ত রাস্তাগুলি করা হবে। সীতাহাটি শিমুলতলা থেকে বহড়ান পর্যন্ত রাস্তাটি পাকা করা হবে। নৈহাটি তালতলা থেকে উদ্ধারণপুর বিধানপল্লি কাঁদর পর্যন্ত পাকা রাস্তা করা হবে। কারণ বিধানপল্লি গ্রামটি নদীঘেরা দ্বীপের মতো। এখানকার বাসিন্দাদের গ্রামে যাওয়ার কোনও রাস্তাই নেই। ধান জমি পেরিয়ে তারপর নৌকা করে গ্রামে যাওয়া যায়। বাসিন্দারা জানান, নতুন রাস্তা করা হলে গ্রামে যাওয়ার কোনও সমস্যা থাকবে না।
অন্যদিকে, কেতুগ্রাম-২ ব্লকের কেঁওগুড়ি উচ্চ বিদ্যালয় থেকে দাসপাড়া ক্যানেল সাঁকো পর্যন্ত, কেঁওগুড়ি আস্তেপুকুর থেকে দত্তপুকুর পর্যন্ত এবং নৈহাটি মাসি সাঁকো থেকে মৌগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত কেঁওগুড়ি হয়ে ৮ কিমি রাস্তা পাকা করা হবে। শিবলুন শিবতলা থেকে মাসি সাঁকো, কাঁকুড়হাটি থেকে বেগুনকোলা পর্যন্ত রাস্তাটি পাকা করা হবে। কারণ বেগুনকোলা গ্রামটিও অজয় নদে ঘেরা। যোগাযোগ ব্যবস্থা এখানে বিচ্ছিন্ন। শিবলুন থেকে কাঁকুড়হাটি, সুজাপুর শিবতলা থেকে ঘোড়ামারি এবং মৌগ্রাম বাবলা নদীঘাট থেকে আঙ্কলাই চণ্ডীতলা হয়ে ডাঙাগ্রাম পর্যন্ত রাস্তাটি তৈরি হবে। কেতুগ্রাম বাজারপাড়া কালীতলা থেকে ডিপটিউবওয়েল, কেতুগ্রাম সতীপীঠ বাহুলক্ষ্মীতলা থেকে দত্তপুকুর পর্যন্ত রাস্তাটি করা হবে। কারণ সতীপীঠ বাহুলক্ষ্মীতলায় সারা বছর প্রচুর পর্যটক আসেন। তাই এখানকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে রাস্তা করার দাবি ছিল।
এছাড়া যেসব রাস্তা হবে, সেগুলি হল কেতুগ্রাম উত্তরপাড়া কালীমন্দির থেকে দাসপাড়া কালীমন্দির, লোহারুন্দি থেকে নিরোল, বড় মালিয়া প্রাথমিক স্কুল থেকে পোষলা প্রাথমিক স্কুল, বারান্দা প্রাথমিক স্কুল থেকে মনসাতলা, চরকি নতুন পুকুর থেকে ছোটো মালিয়া প্রাথমিক স্কুল পর্যন্ত। দক্ষিণডিহি ষষ্ঠীতলা থেকে কেতুগ্রাম বাহুলক্ষ্মীতলা, রাউন্দি দাসপাড়া থেকে দক্ষিনডিহি এবং ধান্দলসা, গঙ্গাটিকুরি, বহড়ান থেকে নৈহাটি পর্যন্ত রাস্তা করা হবে। কেতুগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস বলেন, এইসব গ্রামীণ রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে পাকা করা হবে। এছাড়াও ব্লকের বেশ কিছু রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে।