• নদীয়াজুড়ে সমারোহে পালিত বাংলা দিবস
    বর্তমান | ১৬ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: নদীয়া জেলাজুড়ে পালিত হল বাংলা দিবস। জেলা প্রশাসন কৃষ্ণনগর রবীন্দ্রভবনে দিনটি উদযাপন করে। উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির, জেলাশাসক এস অরুণ প্রসাদ। সেই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসও দিনটি পালন করে। কোথাও মিছিল আবার কোথাও পথসভা করে তৃণমূল। এদিন বিকেলে কালীগঞ্জের হাতগাছা পঞ্চায়েতের কমারিতে ব্লক তৃণমূলের তরফ থেকে বাংলা দিবস উপলক্ষ্যে বিশাল মিছিল করা হয়। উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব। অন্যদিকে এদিন চাপড়া বিধানসভার বিধায়ক রুকবানুর রহমান হাসপাতালে রোগীদের ফল বিতরণ করেন। এছাড়াও নাকাশিপাড়ার ব্লক তৃণমূলের তরফে দলীয় কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অন্যদিকে, শান্তিপুরে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী উদ্যোগে লাইব্রেরি থেকে কাশ্যপ পাড়া, ভারতমাতা, ডাকঘর হয়ে পুনরায় লাইব্রেরি পর্যন্ত শোভাযাত্রা হয়। ফুলিয়াতে তৃণমূলের উদ্যোগে বাংলা দিবস উদযাপন হয়। এছাড়াও শান্তিপুরের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। একইসঙ্গে কুপার্সেও তৃণমূলের তরফে বাংলা দিবস আয়োজন করা হয়েছিল।

    এছাড়াও, তেহট্ট এক ও দুই ব্লকের পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করে তৃণমূল কর্মী ও সমর্থকরা। এদিন বেতাই, তেহট্ট, বারনিয়া, পলাশীপাড়ায় অনুষ্ঠান করে তৃণমূল। এই অনুষ্ঠান উপলক্ষ্যে বর্ণিয়া এলাকায় তৃণমূল খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। পাশাপাশি এই দিনটি নবদ্বীপ পূরসভার বিভিন্ন ওয়ার্ডে পালন করল শহর তৃণমূল কংগ্রেস। এদিন প্রাচীন মায়াপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পুরসভার ৬ এবং ২১ নম্বর ওয়ার্ডে বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয। এদিন পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে বাংলা দিবস এবং নতুন বর্ষকে স্বাগত জানাতে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়।
  • Link to this news (বর্তমান)