কফি শপের নাম করে বার বানাচ্ছিলেন পঞ্চায়েত সদস্য, রাস্তা অবরোধ করে প্রতিবাদ
বর্তমান | ১৬ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: প্রথমে বলা হয়েছিল ‘কফি শপ’ তৈরি হচ্ছে। কিন্তু পরে জানা গেল ‘কফি শপ’ নয়, সেখানে ‘বার’ তৈরি করছেন পঞ্চায়েত সদস্য উৎপল হাজরা। বার তৈরির খবর জানাজানি হওয়ার পরই মঙ্গলবার বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকায় মদের দোকান করা যাবে না। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার কুপার্স ফাঁড়ির পুলিস। তাদের মধ্যস্থতায় উঠে যায় অবরোধ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নোকারি পঞ্চায়েতের মাটিকুমড়া ফুটবল মাঠের পাশে একটি নবনির্মিত বাড়িতে বার তৈরির জন্য লাইসেন্সের আবেদন করেছিলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য উৎপল হাজরা। প্রশাসনের অনুমতিও পেয়ে যান তিনি। কিন্তু বিষয়টি জানাজানি হবার পরেই প্রতিবাদে মুখর হয়ে ওঠেন বাসিন্দারা। এলাকায় কোনওভাবেই মদের দোকান করা যাবে না এই দাবিতে সরব হন। প্রতিবাদ জানিয়ে রানাঘাট থানায় একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়। তাতে দাবি করা হয়, খেলার মাঠের কিছুটা জমি দখল করে ওই বার তৈরি হয়েছে। প্রথমে কফি শপ বানানো হচ্ছে বলে গ্রামের মানুষকে ভুল বোঝানো হয়েছিল। পরবর্তীতে জানা যায় উৎপল হাজরা সেখানে বার তৈরি করছেন। যাতে এলাকাবাসীর কোনওভাবেই সমর্থন নেই। কারণ অনতি দূরেই রয়েছে স্কুল এবং মন্দির। মঙ্গলবার বারের তৈরির বিরুদ্ধে স্লোগান তুলে অবরোধ করা হয় রানাঘাট-আঁইশমালি রাজ্য সড়ক। বাঁশ, গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। উৎপল হাজরা বলেন, আমি বেআইনি মদের দোকান করছিলাম না। সরকারি নিয়ম মেনে লাইসেন্স পেয়েছি। তারপর এলাকাবাসী যদি বলে বার বানাতে দেবেন না, তাহলে প্রশাসনের নির্দেশ যা হবে তাই মেনে নেব। কারণ প্রশাসন লাইসেন্স দিয়েছে আমায়। এলাকার কিছু রাজনৈতিক দলের নেতা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এই বিক্ষোভ করাচ্ছেন।