• খাদি পর্ষদের ভবন হস্তান্তর প্রক্রিয়ার সূচনা লাভপুরে
    বর্তমান | ১৬ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: মঙ্গলবার খাদি পর্ষদের ‘খেস তীর্থ’ সহ অন্যান্য ভবনের আনুষ্ঠানিক হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হল লাভপুরের বাকুলে। স্থানীয় বিধায়ক অভিজিৎ সিংহের উপস্থিতিতে এই হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। জাতীয় পুরস্কার প্রাপ্ত ‘জামানা নিত্য সঙ্ঘ’-এর হাতে এই ভবনগুলি তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাদি শিল্পের প্রসার এবং স্থানীয় কারিগরদের উন্নয়নের লক্ষ্যে খেস তীর্থ ও অন্যান্য সিএফসি (কমন ফেসিলিটি সেন্টার) ভবনগুলি হস্তান্তরিত করা হয়। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাঁর বক্তব্যে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই ভবনগুলির মাধ্যমে স্থানীয় কারিগররা উন্নত পরিবেশে কাজ করার সুযোগ পাবেন। তাঁদের উৎপাদিত পণ্য বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, রাজ্য সরকার খাদি শিল্প এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে বদ্ধপরিকর এবং এই ধরনের পরিকাঠামো উন্নয়ন সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে। স্থানীয় বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, ঐতিহ্যবাহী খাদি শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়াতে জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। এদিনের কর্মকাণ্ড সেই প্রচেষ্টারই একটি অংশ। এই নতুন পরিকাঠামোর মাধ্যমে লাভপুরের খাদি শিল্প এক নতুন দিশা পাবে। জেলাশাসক বিধান রায় বলেন, রাজ্য সরকার হস্তশিল্পীদের পাশে সর্বদা রয়েছে। তাঁদের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বীরভূম জেলা প্রশাসন। এদিনের কর্মকাণ্ড হস্তশিল্পীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি, তাঁদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
  • Link to this news (বর্তমান)