নিজস্ব প্রতিনিধি, বারাসত: মঙ্গলবার অশোকনগরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সায়ক চক্রবর্তী (২৩)। তাঁর বাড়ি অশোকনগর পুরসভার দু’নম্বর ওয়ার্ডে। এই মৃত্যু নিয়ে থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।
অ্যাকাউটেন্সির তৃতীয় বর্ষের পড়ুয়া সায়ক এলাকায় মেধাবী বলেই পরিচিত। তাঁর এক বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সায়কের। সম্প্রতি তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল বলেই দাবি পরিবারের। তার মধ্যেই মঙ্গলবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। নিহতের বউদি তানিয়া চক্রবর্তী বলেন, এদিন সায়কের বাবা আমাদের ফোন করে বিষয়টি জানান। ওর সঙ্গে এক বান্ধবীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল বলে আমাদের ধারণা। ওঁর হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে সেটাই মনে হচ্ছে। তাছাড়া গলায় দড়ি দেওয়ার ছবিও ফোনে রয়েছে। সেটা সায়ক প্রেমিকাকে পাঠিয়েছিল কি না, জানি না। সমস্ত বিষয়টি আমরা অশোকনগর থানার পুলিসকে লিখিত জানিয়েছি।
এদিকে, অশোকনগর থানার পুলিস জানিয়েছে, আত্মহত্যায় প্ররোচনার একটি অভিযোগ দায়ের হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মৃতের মোবাইল আমরা উদ্ধার করেছি।