শ্রমিক মালিক বিরোধের জেরে বন্ধ হয়ে গেল লুমটেক্স জুটমিল
বর্তমান | ১৬ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নববর্ষের দিন সকালেই বন্ধ হয়ে গেল টিটাগড়ের লুমটেক্স জুট মিল। মালিকের সঙ্গে বিরোধের জেরে বছরের প্রথম দিনই বেকার হয়ে পড়লেন ১২৫০ জন শ্রমিক। মিল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালের শিফ্টে শ্রমিকরা কাজে যোগ দিয়েছিলেন। তখন স্পিনিং বিভাগে একটির জায়গায় ডাবল মেশিন চালানোর জন্য মালিকপক্ষ শ্রমিকদের নির্দেশ দেয়। তাঁদের উপর জোর করে কাজের চাপ বৃদ্ধি করা হচ্ছে বলে শ্রমিকরা এর প্রতিবাদ জানান। তাঁদের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিকরা এদিন কাজে যোগ দেননি। শ্রমিকদের দাবি, যতক্ষণ না তাঁদের দাবি মানা হবে, ততক্ষণ তাঁরা কাজে যোগ দেবেন না। পাশাপাশি মিলের পরিচালন ব্যবস্থা নিয়ে, প্রাপ্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে গড়িমসি করছে মিল কর্তৃপক্ষ।
এদিকে, শ্রমিকরা এদিন কাজে যোগ না দেওয়ায় মিল কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিস টাঙিয়ে দেয়। এই বিষয়ে ম্যানেজমেন্টের পক্ষে ওমপ্রকাশ সাউ বলেন, আমরা ওঁদের অনুরোধ করেছি। তবুও শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন না। আমি চাই মিল চলুক। তবে বাধ্য হয়েই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিচ্ছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা ও স্থানীয় কাউন্সিলার শীষনারায়ণ সিং বলেন, শ্রমিক কর্তৃপক্ষের মধ্যে একটা বিরোধ হয়েছে। আমি চাই আলোচনার মাধ্যমে তা মিটে যাক। মিল বন্ধ থাকুক, এটা কখনই চাইব না।