• পার্ক স্ট্রিটে খুনের চেষ্টার মামলা: উত্তরপ্রদেশ থেকে কলকাতায় ফেরার পথে গ্রেপ্তার অভিযুক্ত
    বর্তমান | ১৬ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরনো বিবাদের জেরে গত বছরের ডিসেম্বর মাসে পার্ক স্ট্রিট থানা এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে পাঁচ যুবকের বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার পুলিস হাওড়া থেকে পাকড়াও করে এক যুবককে। পুলিসি জেরায় অভিযুক্ত যুবকটি জানায়, ঘটনার পর গ্রেপ্তারি এড়াতে সে উত্তরপ্রদেশে পালিয়ে গিয়েছিল। পুলিস এদিন আদালতে জানায়, সোর্স মারফত তারা জানতে পারে, অভিযুক্ত যুবকটি সোমবার উত্তরপ্রদেশ থেকে কলকাতায় ফিরছে। এরপরই তাঁকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মহম্মদ পারভেজ।

    মঙ্গলবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ২২ এপ্রিল পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে এদিন সরকারি কৌঁসুলি আদালতে জানান। এদিন ধৃতের তরফে আদালতে যে কোনও শর্তে জামিনের আর্জি জানানো হয়। তবে সরকারি কৌঁসুলি আদালতে বলেন, ঘটনার পাঁচ মাস পর অভিযুক্তকে পুলিস ধরতে সমর্থ হয়েছে। তাঁকে জামিন দিলে ফের সে চম্পট দিতে পারে। এরপর বিচারক ধৃতের জামিনের আবেদন নাকচ করে দেন। 
  • Link to this news (বর্তমান)