গরিব হিন্দু পরিবারের পাশে আশরাফুল, রিয়াজুলরা, দেহ নিয়ে গেলেন শ্মশানে
বর্তমান | ১৬ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, কল্যাণী: চাকদহ ব্লকের পুমলিয়া এলাকায় মঙ্গলবার মৃত্যু হয় গরিব পরিবারের এক মহিলার। তাঁর নাম আলো মাঝি (৪৫)। কিন্তু তাঁকে দাহ করার টাকা ছিল না ওই পরিবারের কাছে। অবশেষে মৃতার ধর্মীয় পরিচয় না দেখেই, দেহটি কাঁধে তুলে নিলেন মুসলিম সম্প্রদায়ের প্রতিবেশীরা। পয়লা বৈশাখের দিন এমনই এক সম্প্রীতির ছবি দেখা গেল চাকদহে।
দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এদিন সকালে ওই মহিলার মৃত্যু হয়। তাঁর ছেলে পেশায় কুলি। সামান্য রোজগারে মায়ের চিকিৎসা ঠিকমতো করতে পারেননি। এমনকী মায়ের মৃত্যুর পরেও তাঁকে দাহ করা থেকে পারলৌকিক কাজ করার পর্যাপ্ত টাকা জোগাড় করতে পারছিলেন না তাঁরা। অবশেষে পাড়ার মুসলমান সম্প্রদায়ের প্রতিবেশীরা তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। টাকা জোগাড় থেকে, মৃতদেহ বহনকারী খাটিয়া তৈরির বাঁশ কাটা থেকে বাঁধা, মৃতদেহ কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়ায় হাত লাগান আশরাফুল আলম সিদ্দিক্কি, রিয়াজুল মণ্ডল, আলম তরফদাররা।
আশরাফুল আলম সিদ্দিক্কি বলেন, গরিব পরিবার বলে পাশে দাঁড়িয়েছি। টাকা তুলে খাটিয়া তৈরি করে আমরা মৃতদেহ চাকদহ শ্মশানে নিয়ে এসেছি। পারলৌকিক কাজের সময়েও আমরা পরিবারটির পাশে থাকব। অন্যদিকে মৃতার ছেলে বলেন, মায়ের দেহ দাহ করার জন্য হিন্দু মানুষ খুব বেশি এগিয়ে আসেনি। বরং পাড়ার মুসলিম যুবকরাই কাঁধে করে মায়ের দেহ বহন করেছেন। ওঁদের জন্য আমার গর্ব হয়। -নিজস্ব চিত্র