সংবাদদাতা, উলুবেড়িয়া: নাবালিকার বিয়ের আয়োজন সম্পূর্ণ। আত্মীয়দের কোলাহলে জমজমাট বাড়ি। আমন্ত্রিতদের জন্য রান্নার আয়োজনও প্রায় শেষের পথে। কিছুক্ষণের মধ্যেই বর সহ বরযাত্রীদের এসে পড়ার কথা। কিন্তু তার আগেই সেই বিয়েবাড়িতে পুলিস নিয়ে হাজির উলুবেড়িয়া ১-এর বিডিও এইচ এম রিয়াজুল হক। তিনি নাবালিকার বিয়ে বন্ধ তো করলেনই, পাশাপাশি নাবালিকার অভিভাবকদের থেকে মুচলেখা লিখিয়ে নিলেন যে, মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবেন না।
ব্লকের তপনা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দশম শ্রেণির ওই ছাত্রীর পরিবার পশ্চিম মেদিনীপুরের এক যুবকের মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। মঙ্গলবার ছিল বিয়ের দিন। সেই মতো সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। পশ্চিম মেদিনীপুর থেকে বর সহ বরযাত্রীরা উলুবেড়িয়ার দিকে রওনাও হয়েছিলেন। যদিও তার আগেই ওই নাবালিকার বিয়ে আটকানো নিয়ে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ে। আর এরপরেই উলুবেড়িয়া থানার পুলিস ও দপ্তরের কর্মীদের নিয়ে ওই বিয়ে আটকে দেন বিডিও।
তিনি জানান, বুধবার নাবালিকার কাউন্সেলিং হবে। নাবলিকাদের বিয়ে না দেওয়া নিয়ে একাধিক সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে ও হচ্ছে। দেখা যাচ্ছে, তবুও অনেকে সচেতন হননি। তবে আগামী দিনে এই নিয়ে আরও প্রচার চালানো হবে। প্রসঙ্গত, দিনকয়েক আগে উলুবেড়িয়া ১ ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবলিকার বিয়ে বন্ধ করেছিলেন বিডিও।