এই সময়: দক্ষিণ দমদম পুর এলাকায় সাতটি জায়গা পার্কিং লট তৈরির জন্য চিহ্নিত করেছেন পুর কর্তৃপক্ষ। নাগেরবাজার থানার সহযোগিতায় চিহ্নিত হয়েছে ওই সাতটি জায়গা। সংশ্লিষ্ট জায়গায় পার্কিং চালুর আর্জি জানিয়ে পূর্ত, পুর–সহ একাধিক দপ্তরকে গত সপ্তাহেই চিঠি দিয়েছে দক্ষিণ দমদম পুরসভা। সকলের অনুমোদন মিললে এই সাত জায়গায় পার্কিং লট চালু হবে। এতে যেমন শহরবাসীর সুবিধে হবে তেমনই আয়ও বাড়বে বলে মনে করছেন পুরকর্তারা। বন্ধ করা যাবে বেআইনি পার্কিংয়ের রমরমাও।
পুরসভা সূত্রে খবর, দমদম কেন্দ্রীয় সংশোধনাগার মোড় লাগোয়া সিনেমা হলের পাশের জায়গা, শ্যামনগর অটো স্ট্যান্ড সংলগ্ন রাস্তা, নাগেরবাজার ফ্লাইওভারের নীচে বাপুজি কলোনি ও অমরপল্লি কলোনি, রফি আহমেদ কিদোয়াই রোড সংলগ্ন এলাকা, কাজিপাড়া মোড় সংলগ্ন জায়গাকে পার্কিং লটের জন্য চিহ্নিত করা হয়েছে।
পুলিশের সঙ্গে নাগেরবাজার থানা এলাকার বিভিন্ন এলাকা ঘুরে পার্কিং লটের জন্যে জায়গা চিহ্নিত করেছেন পুরসভার পার্কিং বিভাগের কর্তারা। সবমিলিয়ে এই পার্কিং লটে দুশোটি গাড়ি রাখা যাবে। পার্কিং ফি কত হবে তা এখনও ঠিক হয়নি। নাগেরবাজার থানার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরেই অভিযোগ, পুরসভার নিজস্ব পার্কিং লট না থাকায় সরকারি জায়গা দখল করে বেআইনি পার্কিংয়ের ব্যবসা চালাচ্ছেন অনেকে। এতে যেমন পুরসভার রাজস্ব ক্ষতি হচ্ছে তেমনই যাঁরা সেখানে গাড়ি রাখছেন, তাঁদের পার্কিং ফি বাবদ অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। তাই পার্কিং লট তৈরির সিদ্ধান্ত।
দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সঞ্জয় দাস বলেন, ‘নাগেরবাজার থানা এলাকায় পার্কিং লট তৈরি হওয়ার পরেই দমদম থানা এলাকাতেও পার্কিং লট তৈরির পরিকল্পনা আমাদের রয়েছে। পুলিশের সঙ্গে খুব শীঘ্রই এ নিয়ে আমরা বৈঠকে বসব।’