ভাঙড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে মঙ্গলবার ৯ জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। বুধবার ফের কয়েকজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ১৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শিয়ালদহ-নামখানা রুটে ট্রেন চলাচল ব্যাহত। জয়নগর স্টেশনে রেল অবরোধ চলছে। আরও কয়েকটি স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে। কাকদ্বীপ, নামখানা, লক্ষীকান্তপুরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল করছে না। লোকাল ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত বগির সংখ্যা বাড়ানোর ফলে সাধারণ যাত্রীদের বগির সংখ্যা কমেছে। এই অভিযোগ তুলে বুধবার সকাল থেকে রেল অবরোধ শুরু হয়েছে।
মহারাষ্ট্রের ইয়াবতমাল জেলার একটি মিলে কাজ করার সময় স্টোরেজ ইউনিট ভেঙে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দু‘জন।
ছত্তিসগড়ের বস্তারে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত ২ মাওবাদী। মঙ্গলবার রাত থেকে কোন্দাগাঁও ও নারায়ণপুর জেলার মাঝখানে কিলাম-বারগুম গ্রামে মাওবাদীদের একটি দলের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এর পর বুধবার সকালে দুই মাওবাদীর দেহ উদ্ধার হয়।
ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকে চারিদিকে অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করবেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেই দিকে নজর থাকবে সকলের। সেই সঙ্গে আজ নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এ বার দিঘাকে ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। তার আগে আজ এই বৈঠক করবেন তিনি। জানা গিয়েছে, আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ শীর্ষ পদস্থ আমলারা।
একজন মদ্যপ ব্যক্তি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে জানা গিয়েছে।
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে থাকবেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন বেঞ্চে বুধবার সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ৭৩টি মামলার আইনের শুনানি। একাধিক বিরোধী দলের সাংসদ-সহ বিভিন্ন মুসলিম সংগঠনগুলি এই আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।