• জঙ্গলমহলের জ়ুলজিক্যাল পার্কে বাড়ল সদস্য সংখ্যা
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৫
  • বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম

    সদস্য সংখ্যা বাড়ল ঝাড়গ্রামের জঙ্গলমহল জ়ুলজিক্যাল পার্কে। দক্ষিণ–পূর্ব চিন থেকে আনা রূপোলি তিতির পাখির ১০টি বাচ্চা জন্ম নিয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তিন বছর আগে এই পাখিগুলিকে নিয়ে আসা হয়েছিল পার্কে।

    কিন্তু এনক্লোজ়ারে স্বাভাবিক পদ্ধতিতে ডিম ফোটানো যাচ্ছিল না। শেষে কৃত্তিম উপায়ে ডিম ফোটানের চেষ্টা শুরু করে চিড়িখানা কর্তৃপক্ষ। তাতেই সাফল্য আসে। জানা গিয়েছে, দশ দিন ধরে ইনকিউবেটরের (ডিম থেকে বাচ্চা ফোটানোর কৃত্রিম মেশিন) মাধ্যমে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮.৫ সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রেখে দেওয়া হয়েছিল রুপালি তিতির পাখির ছ’টি ডিম।

    ২২ থেকে ২৫ দিনের মাথায় ডিম ফুটে ৬টি বাচ্চা তিতির পাখি বেরিয়ে আসে। আর চারটি ডিম স্ত্রী রেড জঙ্গল ফাউলের ডিমের বাসায় রেখে দেওয়া হয়েছিল। তার থেকেও ডিম ফুটে বাচ্চা বের হয়। মোট দশটি তিতির পাখির বাচ্চা জন্ম নিয়েছে রবিবার। পরীক্ষায় সাফল্য আসায় খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

    এর আগে ইনকিউবেটর পরিষেবা ছিল না জঙ্গলমহল জ়ুলজিক্যাল পার্কে। গত বছর থেকেই এই পরিষেবা চালু হয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও উমার ইমাম বলেন,‘শাল জঙ্গলে ঘেরা পার্কের মধ্যে বন্য পশুপাখি থেকে শুরু করে জীবজন্তুদের স্বাভাবিক ইনব্রিডিং হচ্ছে।

    রুপোলি তিতির পাখির এই প্রথম আমরা ইনকিউবেটরের সাহায্যে এবং রেড জঙ্গল ফাউলের ডিমের সাথে রেখে ডিম থেকে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছি। আগামী দিনে আরও পাখির সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে চিড়িয়াখানায়।’

    ২২.৪৮ একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। ১৭ প্রজাতির স্তন্যপায়ীপ্রাণী,১৭ প্রজাতির পাখি এবং ৯টি প্রজাতির সরীসৃপ রয়েছে এই চিড়িয়াখানায়। তার মধ্যে মুরগি জাতীয় পাখি কালিজ ফিজেন্ট ৪টি , গোল্ডেন ফিজেন্ট ৫টি , সিলভার ফিজেন্ট অর্থাৎ রুপোলি তিতির পাখি ৪টি, রেড জঙ্গল ফাউল ১২টি রয়েছে।

    দক্ষিণ চিনের পার্বত্য এলাকায় দেখতে পাওয়া যাওয়া রুপোলি তিতির পাখির ডিম থেকে কৃত্রিম ও প্রাকৃতিক ভাবে বাচ্চা ফোটানোয় সফলতা পাওয়ার পরে তাদের সংখ্যা বেড়ে গিয়েছে চিড়িয়াখানায়। এতদিন একটি পুরুষ ও তিনটি স্ত্রী রূপোলি তিতির পাখির ছিল। ১০টি রূপোলি তিথির পাখির জন্ম হওয়ায় সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে।

  • Link to this news (এই সময়)