চায়ের দোকান থেকে বৃদ্ধ ব্যবসায়ীকে অপহরণ করল পুলিশ! অভিযুক্তের কাণ্ডে হতবাক পুলিশ মহল
আজকাল | ১৬ এপ্রিল ২০২৫
মিল্টন সেন, হুগলি: মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার অপহৃত ব্যবসায়ী। গ্রেপ্তার অপহরণকারী পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। চায়ের দোকান থেকে অপহরণ করা হয় বৃদ্ধ ব্যবসায়ীকে। ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগ দায়ের হয় থানায়। মোবাইল টাওয়ার লোকেশান ট্রেস করে অপহরণকারী অভিযুক্তকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ।
উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত ব্যবসায়ীর নাম তারক ভৌমিক(৬৪)। বাড়ি বৈদ্যবাটি পদ্মাবতী কলোনী এলাকায়। বৃদ্ধের একটি চায়ের দোকান রয়েছে দিল্লি রোড সংলগ্ন পিয়ারাপুর এলাকায়। অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস। তিনি চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত।
সোমবার ভোরে চায়ের দোকান থেকে বৃদ্ধকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতী। দুপুরে তারকের বাড়িতে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে বৃদ্ধের পরিবার। আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে ঘটনার তদন্তে নামে শ্রীরামপুর থানার পুলিশ। ওই দিনই রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে। সেই ফোনের লোকেশান ট্রেস করে শেওড়াফুলি স্টেশন থেকে অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্তের বাড়ি সংলগ্ন শেওড়াফুলি রাজার বাগান এলাকা থেকে পুলিশ হাত বাধা অবস্থায় অপহৃত বৃদ্ধকে উদ্ধার করে। মঙ্গলবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে মাদক মামলায় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেপ্তার হয়। মুক্তিপণের জন্যই না অন্য কোনও কারণে অপহরনের ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন,ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।