লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ানোয় চরম ভোগান্তি! অবরোধে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত...
আজকাল | ১৬ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ানোয় চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। মহিলা কামরা বাড়ানোর জেরে ভিড় বাড়ছে জেনারেল কামরায়। রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার অবরোধ করে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
আজ, বুধবার শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানা লাইনে দক্ষিণ বারাসত স্টেশনে ট্রেন অবরোধ করলেন নিত্যযাত্রীরা। বিক্ষোভে সামিল হন কয়েকশো নিত্যযাত্রী। অবরোধের কারণে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার ব্যস্ত সময়ে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে অফিসযাত্রীরা।
ক্ষিপ্ত নিত্যযাত্রীদের অভিযোগ, মহিলা কামরা বাড়ানোর ফলে জেনারেল কামরার সংখ্যা কমেছে। সকালে ব্যস্ত সময়ে প্রচণ্ড ভিড়ের চাপ পড়ছে জেনারেল কামরায়। এর ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে। রেলের এই সিদ্ধান্তের জেরে ট্রেন অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন সকলে।